হামাস নেতাদের বৈঠকে হামলার আগেই সতর্ক করেছিল তুরস্ক ও মিসর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম
ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইসরাইলি বিমানগুলো কাতারের আকাশসীমায় প্রবেশ না করেই মিসাইল নিক্ষেপ করে।
|
ফলো করুন |
|
|---|---|
দোহায় হামাসের রাজনৈতিক নেতৃত্বের ওপর ইসরাইলি হামলার কয়েক সপ্তাহ আগে তুরস্ক ও মিসরের মধ্যস্থতাকারীরা নেতাদের নিরাপত্তা জোরদারের জন্য সতর্ক করেছিল।
মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে ইসরাইল, যুক্তরাষ্ট্র, কাতার ও অন্যান্য আরব দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল কাতারের রাজধানী দোহায় একটি বাড়িতে হামাসের রাজনৈতিক নেতৃত্ব সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠক করছিল। এ সময় ইসরাইল ১০টি যুদ্ধবিমান মোতায়েন করে দূরপাল্লার অস্ত্র দিয়ে ওই বাড়িতে হামলা চালায়।
ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইসরাইলি বিমানগুলো কাতারের আকাশসীমায় প্রবেশ না করেই মিসাইল নিক্ষেপ করে।
এমনকি সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমাও ব্যবহার করা হয়নি।
ওয়াল স্ট্রিট জার্নাল-কে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে হামলার কয়েক মিনিট আগে ইসরাইল যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে অবহিত করেছিল। তবে তখন লক্ষ্যবস্তু জানানো হয়নি।
মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, দোহায় ইসরাইলি হামলার বিষয়ে মার্কিন সেনাবাহিনী তাকে আগেই জানিয়েছিল। তিনি তাৎক্ষণিকভাবে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফকে কাতারকে সতর্ক করার নির্দেশ দেন। ট্রাম্পের দাবি, ‘তিনি সতর্ক করেছিলেন, তবে দুর্ভাগ্যবশত অনেক দেরিতে—হামলা ঠেকানো সম্ভব হয়নি।’
এদিকে হামাসের দুইজন সূত্র রয়টার্সকে জানিয়েছে, যুদ্ধবিরতি আলোচনাকারী দলের কর্মকর্তারা দোহায় ইসরাইলি হামলা থেকে বেঁচে গেছেন এবং অক্ষত আছেন।

