Logo
Logo
×

আন্তর্জাতিক

কার্কের সম্ভাব্য হত্যাকারীর ছবি প্রকাশ করল এফবিআই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম

কার্কের সম্ভাব্য হত্যাকারীর ছবি প্রকাশ করল এফবিআই

যুক্তরাষ্ট্রের ডানপন্থি রাজনৈতিক কর্মী, ইনফ্লুয়েন্সার ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এ মিত্র চার্লি কারকের সম্ভাব্য হত্যাকারীর ছবি প্রকাশ করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। 

প্রতিবেদন বলছে, কারকের হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আইনপ্রয়োগকারী সংস্থার প্রকাশিত এটিই কোনো ব্যক্তির প্রথম ছবি। সন্দেজভাজন ওই ব্যক্তিকে শনাক্ত করতে জনসাধারণের সাহায্য চেয়েছে এফবিআই।

হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে সংস্থাটি। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সন্দেহভাজন ব্যক্তির পায়ের ছাপ ও অন্যান্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে। হত্যার উদ্দেশ্য নিয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি কর্তৃপক্ষ। এ ছাড়া চার্লি কারককে হত্যার পর হত্যাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে ছাদে ছিল বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সময় গত বুধবার যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় চার্লি কারককে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিটি তার ঘাড়ে এসে লাগে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ইনফ্লুয়েন্সার চার্লি কার্ক সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় ছিলেন। এক্সে কার্কের অনুসারীর সংখ্যা ৫৩ লাখ। পডকাস্ট ও রেডিও অনুষ্ঠান ‘দ্য চার্লি কার্ক শো’– এর উপস্থাপক ছিলেন তিনি। সম্প্রতি ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’– এর সহ-উপস্থাপক হিসেবেও কাজ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম