Logo
Logo
×

আন্তর্জাতিক

মোসাদের ৪ গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিল ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০২ পিএম

মোসাদের ৪ গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিল ইরান

প্রতীকী ছবি।

ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদকে সহযোগিতা করার দায়ে ৪জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন উত্তর-পশ্চিম ইরানের একটি বিপ্লবী আদালত।  

এক প্রতিবেদনে বার্তা সংস্থা মেহের বলছে, ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের প্রধান বিচারক নাসের আতাবাতি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন, অভিযুক্তরা দেশের বিভিন্ন সংবেদনশীল কেন্দ্রের ছবি ও ভিডিও ধারণ করে ইহুদিবাদী সরকারের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে পৌঁছে দিয়েছেন।

তাদের বিরুদ্ধে বিশেষ সিম কার্ড সংগ্রহ,  জরুরি কনফারেন্স কলের জন্য মোসাদ এজেন্টদের জন্য বিশেষ ফোন কেনা, তেহরানসহ উর্মিয়া, শাহরোউদ ও ইসফাহানসহ বিভিন্ন শহরে বিস্ফোরণ ঘটানো এবং অগ্নিসংযোগের মতো অপরাধের অভিযোগ রয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই চার ব্যক্তি ইরানের বিভিন্ন সামরিক এলাকা, দুর্গ, এবং সংবেদনশীল স্থাপনার শনাক্তকরণে জড়িত ছিলেন।  আর তাদের গুপ্তচরী কর্মকাণ্ডের জন্য ইসরাইলি সেনাবাহিনী ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ প্রদান করেছে।

/1002177

মোসাদ এজেন্টদের সঙ্গে সম্পর্ক ও ইসরাইলি সরকারের গুপ্তচর সেবায় সহযোগিতার প্রমাণপত্র পর্যালোচনার পর, উর্মিয়ার বিপ্লবী আদালত তাদের মৃত্যুদণ্ড প্রদান করে।

আতাবাতি জোর দিয়ে বলেন, ইরানের বিচার বিভাগ যেকোনও ব্যক্তির—জনগণ ও জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করে এবং শত্রুদের এজেন্ডা এগিয়ে নিয়ে যেতে চায়- বিরুদ্ধে দৃঢ় ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেবে

তিনি আরও উল্লেখ করেন, কোনো রকম আপস ছাড়াই ইরানের বিচারিক কর্মকর্তা ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের মূল্যবোধ এবং জাতীয় স্বার্থ রক্ষা করবে। 

প্রসঙ্গত, সাম্প্রতিক ইরান-ইসরাইল যুদ্ধের পর গত কয়েক মাসে ইরানের কর্মকর্তারা ইসরাইলের মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং মৃত্যুদণ্ড দিয়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম