ইসরাইল ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন রুবিও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬ এএম
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ১৩ থেকে ১৮ সেপ্টেম্বর ইসরাইল ও যুক্তরাজ্য সফর করবেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) এ ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। কাতারে ইসরাইলি হামলায় উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
এক বিবৃতিতে প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র টমি পিগট বলেন, ‘তেল আবিবে অবস্থানকালে পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল-হামাস সংঘাত ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিষয়ে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারগুলো তুলে ধরবেন এবং ইসরাইলের নিরাপত্তার প্রতি মার্কিন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন।’
বিবৃতিতে আরও বলা হয়, রুবিও ‘আমাদের যৌথ লক্ষ্যগুলোর ওপর গুরুত্ব দেবেন: হামাসকে যাতে আর কখনও গাজার নিয়ন্ত্রণ নিতে না দেওয়া হয় এবং সব জিম্মিকে ঘরে ফিরিয়ে আনা।’
সেইসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলি জিম্মিদের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
অন্যদিকে, লন্ডনে রুবিওর বৈঠক নির্ধারিত রয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের সঙ্গে। সেখানে উভয়পক্ষ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। এর মধ্যে রয়েছে— রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা, গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং চীনের সঙ্গে প্রতিযোগিতা।
রুবিওর এ সফরের ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাতারে ইসরাইলি হামলা নিয়ে মন্তব্যের পর আসলো। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, দোহায় হামাসের রাজনৈতিক নেতাদের ওপর ইসরাইলি বিমান হামলার ঘটনায় তিনি ‘খুবই মর্মাহত’ বোধ করছেন।
এছাড়া তিনি আশা ব্যক্ত করেন যে, এই হামলা গাজার যুদ্ধবিরতি ও জিম্মি বিষয়ক আলোচনায় (যা কাতার, যুক্তরাষ্ট্র ও মিশর মধ্যস্থতা করছে) প্রভাব ফেলবে না।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গাজায় মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত এক বৈঠকের সময কাতারের রাজধানী দোহায় হামাসের একটি অফিস ভবনকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালায় ইসরাইল।
ওই হামলায় ছয়জন নিহত হন, যার মধ্যে রয়েছেন সিনিয়র হামাস নেতা খলিল আল-হাইয়ার ছেলে হুমাম, তিনজন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা।
ইসরাইলের ওই হামলার পর গাজা যুদ্ধ নিয়ে উত্তেজনা আরও বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলাকে একতরফা বলে উল্লেখ করেছে।

