সিএনএনের প্রতিবেদন
যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহারের দক্ষতা নেই অধিকাংশ মার্কিন সেনাদের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিএনএন টেলিভিশনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অধিকাংশ সদস্যের যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহারের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা নেই।
এ নিয়ে খবর প্রকাশ করেছে রুশ বার্তা সংস্থা তাস।
প্রতিবেদনে বলা হয়, উন্নতমানের বিভিন্ন সামরিক সরঞ্জাম তৈরিতে সফল হলেও আধুনিক ড্রোনভিত্তিক যুদ্ধ কৌশলে এখনো প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র। এ ছাড়া রাশিয়া ও চীনের ড্রোন উৎপাদনের ক্ষমতা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি বলেও উল্লেখ করা হয়েছে।
গত জুনের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে ফেডারেল এভিয়েশন অথরিটিকে (এফএএ) যুক্তরাষ্ট্রে ড্রোন প্রযুক্তির উন্নয়ন ও পরীক্ষার কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন। একই সঙ্গে ড্রোন উৎপাদন ও রপ্তানি বাড়ানোর পাশাপাশি উন্নত ড্রোন মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেন তিনি।
এরপর জুলাইয়ে ফক্স নিউজের প্রতিবেদনে জানানো হয়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ রাশিয়া ও চীনের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ড্রোন উৎপাদন ও মোতায়েন দ্রুত করার নির্দেশ দিয়েছেন।

