Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলকে বাদ না দিলে ইউরোভিশন বয়কট করবে স্পেন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম

ইসরাইলকে বাদ না দিলে ইউরোভিশন বয়কট করবে স্পেন

ছবি: সংগৃহীত

স্পেনের সংস্কৃতিমন্ত্রী আর্নেস্ট উরতাসুন বলেছেন, ইসরাইলকে বাদ না দিলে তার দেশ ২০২৬ ইউরোভিশনে অংশ নেবে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

উরতাসুন বলেন, ‘আমরা আন্তর্জাতিক ইভেন্টগুলোতে ইসরাইলের অংশগ্রহণকে স্বাভাবিকভাবে নিতে পারব না। ইউরোভিশন বা ভুয়েলটা আ এস্পানার মতো ইভেন্টগুলো দেশের একটি বিশেষ প্রতিনিধিত্ব নিয়ে আসে। ইউরোভিশন কোনো একক শিল্পীর অংশগ্রহণ নয়, বরং সেই দেশের নাগরিকদের পক্ষে অংশগ্রহণকারী একজন ব্যক্তি।’

উরতাসুন স্মরণ করিয়ে দেন যে, প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোভীষণ আয়োজনকারী ইউরোপীয় সম্প্রচার ইউনিয়নকে (ইবিইউ) আহ্বান জানিয়েছেন যেন ইসরাইলকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি না দেওয়া হয়।

স্পেনের সংস্কৃতিমন্ত্রী নেতানিয়াহুর সরকারকে ‘গণহত্যাকারী’ আখ্যা দিয়ে বলেছেন, গাজায় গণহত্যার নিন্দা করা ইহুদি-বিরোধী নয়।

তবে তিনি বলেছেন, ইউরোভিশন থেকে স্পেনের সরে আসার সিদ্ধান্ত স্প্যানিশ রেডিও এবং টেলিভিশন কর্পোরেশনের (আরটিভিই) হাতে থাকবে। সংস্থাটি গত বছরের আয়োজনের পর ইউরোভিশনে ইসরাইলের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

সম্প্রতি স্লোভেনিয়ার জাতীয় সম্প্রচারক আরটিভিএসএলও-এর প্রধান ঘোষণা করেছেন, ইসরাইল অংশগ্রহণ করলে আগামী বছর তারা সম্ভবত প্রতিযোগিতা থেকে সরে আসবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম