Logo
Logo
×

আন্তর্জাতিক

রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে পৌঁছালেন শাহবাজ শরিফ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম

রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে পৌঁছালেন শাহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত/ফাইল

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে বুধবার রাষ্ট্রীয় সফরে রিয়াদে পৌঁছেছেন। সফরে তার সঙ্গে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা রয়েছেন।

শাহবাজ এই সফরকালে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পাকিস্তান-সৌদি আরব সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এআরওয়াই নিউজ।

পাকিস্তানি সংবাদমাধ্যমে বলা হয়েছে, উভয় দেশের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে ও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে বিভিন্ন খাতে যৌথ চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

পাকিস্তান ও সৌদি আরবের সম্পর্ক ইতিহাসসমৃদ্ধ, যা বিশ্বাস, মূল্যবোধ ও আস্থার ভিত্তিতে গড়ে উঠেছে। কূটনীতিকদের মতে, শাহবাজ শরিফের এই সফর দুই দেশের নেতৃত্বকে অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার পাশাপাশি নতুন সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধানের সুযোগ করে দেবে।


এই সফরের আগে প্রধানমন্ত্রী শাহবাজ দোহায় অনুষ্ঠিত জরুরি আরব-ইসলামিক সম্মেলনে যোগ দেন, যা ইসরাইলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় আহ্বান করা হয়েছিল।

সৌদি সফর শেষে শাহবাজ শরিফ যুক্তরাজ্যে যাবেন। সেখানে তিনি ব্রিটিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করবেন।

আগামী ২১ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি ২২ সেপ্টেম্বর ফিলিস্তিনের জন্য দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলনেও অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম