Logo
Logo
×

আন্তর্জাতিক

নেপালে জেন-জি আন্দোলনে সাংবাদিকদের ওপর হামলার তদন্ত দাবি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৮ পিএম

নেপালে জেন-জি আন্দোলনে সাংবাদিকদের ওপর হামলার তদন্ত দাবি

দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নেমে সহিংস বিক্ষোভে জড়িয়ে পড়ে নেপালের জেনজিরা। ছবি: সংগৃহীত/ফাইল

নেপালজুড়ে ৮ ও ৯ সেপ্টেম্বর জেনজি আন্দোলনে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে দেশটির সাংবাদিক সংগঠন নেপাল মিডিয়া সোসাইটি। সংগঠনটি বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের নিন্দা জানিয়ে সহিংস ঘটনাগুলিতে গভীর দুঃখ প্রকাশ করেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস।

মিডিয়া সোসাইটি বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিক, গণমাধ্যম প্রতিষ্ঠান, ব্যক্তিগত ও সরকারি সম্পত্তির ওপর হামলার ঘটনায়। 

সংগঠনের সভাপতি মদন লামসালের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, অপরাধী চক্র আন্দোলনের সুযোগ নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়, গণমাধ্যমের কার্যালয় ভাঙচুর করে ও অগ্নিসংযোগ করে। কান্তিপুর দৈনিক, কান্তিপুর এফএম ও কান্তিপুর টিভির কার্যালয় সম্পূর্ণভাবে অগ্নিকাণ্ডে ধ্বংস হয়েছে, পাশাপাশি অন্নপূর্ণ দৈনিক ও এপি১ টিভির কার্যালয়ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয়েছে।


বিবৃতিতে সোসাইটি পূর্ণ সংবাদমাধ্যমের স্বাধীনতা ও নাগরিকদের সাংবিধানিক মতপ্রকাশের অধিকারের প্রতি তাদের দীর্ঘদিনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে ব্যক্তিগত সম্পত্তি সুরক্ষার প্রয়োজনীয়তা জোর দিয়ে উল্লেখ করা হয়েছে।

সংগঠনটি সহিংসতার সব ঘটনায়—যার মধ্যে রয়েছে গণমাধ্যম প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান, ব্যক্তিগত বাসভবন ও সরকারি ভবনের ওপর হামলা—একটি অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে। দোষীদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ক্ষয়ক্ষতির জন্য যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছে।

নেপাল মিডিয়া সোসাইটি আরও জানিয়েছে, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সম্পত্তির অধিকার সংবিধানসম্মত বাধ্যবাধকতা, যা অবশ্যই রক্ষা করতে হবে। তারা অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও সহিংসতার জবাবদিহি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

ঘটনাপ্রবাহ: নেপালে জেন জি বিক্ষোভ


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম