সব ফ্রন্টে অগ্রগতির দাবি রাশিয়ার, পাল্টা বক্তব্য ইউক্রেনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাশিয়ার সেনারা ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টে অগ্রগতি করছে বলে দাবি করেছে মস্কো। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সবচেয়ে তীব্র লড়াই চলছে দোনেৎস্ক অঞ্চলের লজিস্টিকস কেন্দ্র পোক্রোভস্কের আশপাশে।
রুশ সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ বুধবার ইউক্রেনে অবস্থানরত সেনাদের ফ্রন্টলাইন পরিদর্শন করেন। তিনি বলেন, আমাদের সেনারা বিশেষ সামরিক অভিযান অঞ্চলে প্রায় সব দিকেই অগ্রসর হচ্ছে। সবচেয়ে তীব্র লড়াই হচ্ছে ক্রাসনোআরমেইস্ক (বর্তমান পোক্রোভস্ক) দিকের দিকে, যেখানে ইউক্রেনীয় বাহিনী যেকোনো মূল্যে আমাদের অগ্রগতি ঠেকানোর চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হচ্ছে।
গেরাসিমভ আরও দাবি করেন, ইউক্রেন এ লড়াইয়ে তাদের সেরা প্রশিক্ষিত ও সবচেয়ে সক্ষম ইউনিটগুলো মোতায়েন করেছে, ফলে অন্যান্য সেক্টরে রুশ সেনাদের অগ্রগতি সহজ হয়েছে। তিনি জানান, দোনেৎস্ক ছাড়াও উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের কুপিয়ানস্ক শহর এবং পূর্বাঞ্চলের ইয়ামপিল এলাকায়ও রুশ বাহিনী অগ্রগতি করছে।
তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ দাবিকে খারিজ করেছেন। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে রাশিয়ার শেষ তিনটি বড় আক্রমণ ব্যর্থ হয়েছে। তারা আরও দুটি বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, তবে আমি খুশি যে সামনের সারিতে তাদের তেমন সাফল্য নেই।
ইউক্রেনীয় সামরিক কর্মকর্তারাও জানিয়েছেন, পোক্রোভস্কের কাছে রুশ অগ্রযাত্রা তারা প্রতিহত করেছে। জনপ্রিয় সামরিক ব্লগ ডিপস্টেট, যা ওপেন-সোর্স ম্যাপ ব্যবহার করে যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ করে, এক প্রতিবেদনেও ওই অঞ্চলের নিকটবর্তী এক শহরে ইউক্রেনীয় সেনাদের সাফল্যের কথা উল্লেখ করেছে।
অন্যদিকে, কুপিয়ানস্কের কাছে অবস্থানরত এক ইউক্রেনীয় ইউনিটের মুখপাত্র জানান, রুশ সেনাদের অগ্রযাত্রার চেষ্টা ব্যর্থ হয়েছে এবং তাদের অনেক সদস্যকে বন্দি করা হয়েছে।
