মিসাইল প্রতিরক্ষায় ‘আয়রন বিম’ লেজার ঘোষণা করল ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ পিএম
ইসরাইলের দাবি, এই প্রযুক্তি আকাশ প্রতিরক্ষার কাঠামোকে আমূল বদলে দেবে। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইসরাইল জানিয়েছে, তারা সফলভাবে নতুন প্রজন্মের একটি শক্তিশালী লেজার প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি শেষ করেছে, যা চলতি বছরের শেষ নাগাদ কার্যকর হবে। দেশটির দাবি, এই প্রযুক্তি আকাশ প্রতিরক্ষার কাঠামোকে আমূল বদলে দেবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা আল আরাবিয়াহ।
রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস ও এলবিট সিস্টেমস লিমিটেডের সহযোগিতায় তৈরি ১০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ‘আয়রন বিম’ ইতিমধ্যেই দক্ষিণ ইসরাইলে বিভিন্ন পরীক্ষায় ড্রোন, রকেট, মর্টার ও বিমান আটকাতে সক্ষম হয়েছে। শিগগিরই এটি বহুল আলোচিত ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে, যা বিদ্যমান প্রতিরক্ষা কাঠামোকে আরও বহুমুখী করে তুলবে।
তবে লেজার প্রতিরক্ষার সীমাবদ্ধতাও রয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মেঘলা আবহাওয়ায় এটি কার্যকর নয় এবং আটকানোর সাফল্যের হারও প্রকাশ করা হয়নি। তবুও এর অন্যতম বড় সুবিধা হলো খরচ। প্রতিটি হামলা ঠেকাতে খরচ হবে মাত্র পাঁচ ডলারেরও কম—যেখানে ক্ষেপণাস্ত্র নির্ভর ব্যবস্থায় প্রতিটি প্রতিরোধে লাগে কয়েক হাজার ডলার।
বিশ্বজুড়ে একাধিক দেশ ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার বিকল্প হিসেবে ‘ডিরেক্টেড এনার্জি’ প্রযুক্তি নিয়ে কাজ করছে। তবে কার্যকরভাবে এ প্রযুক্তিকে ব্যবহারিক রূপ দেওয়া কঠিন হয়েছে। ইসরাইল বলছে, তারা প্রথমবারের মতো বাস্তবে ব্যবহারযোগ্য লেজার প্রতিরক্ষা ব্যবস্থা চালু করতে যাচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, ‘দ্রুত ও নির্ভুলভাবে হামলা প্রতিহত করা এখন ন্যূনতম খরচেই সম্ভব হচ্ছে। এটি আমাদের বিদ্যমান প্রতিরক্ষা কাঠামোর সঙ্গে যুক্ত হয়ে হুমকির সমীকরণ পাল্টে দেবে।’
২০২৩ সালে হামাসের আকস্মিক হামলার পর থেকে ইসরাইল একাধিক ফ্রন্টে যুদ্ধে জড়িয়ে পড়েছে। সেই হামলায় ১২০০ ইসরাইলি নিহত হয় এবং ২৫০ জনকে জিম্মি করা হয়। এর পর থেকে ইসরাইলের দিকে নিক্ষিপ্ত হয়েছে হাজার হাজার রকেট। তাই তুলনামূলক সস্তা ও কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, গাজায় ইসরাইলি অভিযানে ইতিমধ্যেই প্রায় ৬৫ হাজার মানুষ নিহত হয়েছে এবং বিশাল এলাকা ধ্বংস হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে এর তীব্র সমালোচনা হচ্ছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, আন্তর্জাতিক চাপ ও বিচ্ছিন্নতা বাড়তে থাকায় ইসরাইলকে নিরাপত্তার ক্ষেত্রে স্বনির্ভর হতে হবে।

