রেকর্ড বৃষ্টিতে ডুবল কলকাতা, অন্তত ১২ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১২ পিএম
রাস্তাঘাট, ট্রেন এবং বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। একাধিক ট্রেন এবং ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের পূর্বাঞ্চলীয় শহর কলকাতা ও আশেপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। রাস্তাঘাট পানিতে ডুবে যানবাহন আটকা পড়েছে, ট্রেন ও বিমান চলাচল ব্যাহত হয়েছে এবং বহু মানুষ ঘন্টা ধরে জলমগ্ন এলাকায় আটকা পড়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কলকাতা আঞ্চলিক ভারতের আবহাওয়া দফতরের (আইএমডি) প্রধান এইচ আর বিস্বাস জানিয়েছেন, মঙ্গলবারের বৃষ্টি মাত্র ২৪ ঘণ্টায় প্রায় ২৫১.৬ মিলিমিটার (৯.৯ ইঞ্চি) রেকর্ড করেছে। এটি শহরে ১৯৮৮ সালের পর সবচেয়ে ভারী বৃষ্টি।
পুলিশ জানিয়েছে, কলকাতায় ৯ জন নিহত হয়েছেন, এর মধ্যে বেশিরভাগের মৃত্যু বৈদ্যুতিক শকের কারণে। এছাড়া আরও দুই জন ডুবে মারা গেছেন।
ভারী বর্ষণের ফলে রাজ্য রাজধানী কার্যত স্থবির হয়ে পড়েছে। আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতি ব্যাহত হয়েছে, বহু প্যান্ডাল এবং মাটির দেবতার মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাট জলে ডুবে যানবাহন আটকা পড়েছে, যাত্রীদের জলমগ্ন রাস্তায় হেঁটে যাতায়াত করতে হয়েছে।

রাস্তাঘাট, ট্রেন এবং বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। একাধিক ট্রেন এবং ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে শহরের বহু এলাকা কয়েক ঘণ্টা অন্ধকারে ছিল।
জল ও জলবায়ু বিশেষজ্ঞ রঞ্জন পাণ্ডা বলেছেন, আমার ফ্লাইট বাতিল হয়েছে, রাস্তাঘাট সব পানিতে ডুবে যাওয়ায় হোটেলেই আটকা পড়েছি।
প্রশাসন পানি নিষ্কাশনের জন্য পাম্প মোতায়েন করেছে এবং খাদ্য বিতরণ ও জরুরি সেবা চালু করা হয়েছে। আইএমডি আরও জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হওয়ায় আগামী কয়েক দিন রাজ্য ও পূর্ব ভারতের অন্যান্য অংশে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রাজ্য সরকার বুধবার ও বৃহস্পতিবার স্কুলসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। কর্মকর্তারা বলেছেন, বুধবার সন্ধ্যার মধ্যে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে, তবে নিচু এলাকায় পানি কমতে শুরু করলেও জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা সন্দীপ ঘোষ সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, শুধু চার ঘণ্টার বৃষ্টিতে এমন অবস্থার সৃষ্টি হওয়া উচিত ছিল না। পশ্চিমবঙ্গের অবস্থা খুব ভালো নয়।
