অস্ট্রেলিয়ার নতুন উদ্যোগ
অনূর্ধ্ব ১৬ বয়সিদের জন্য নিষিদ্ধ হতে পারে সামাজিক মাধ্যম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম
তালিকায় পিন্টারেস্টের পাশাপাশি লেগো প্লে, স্ট্রিমিং কোম্পানি কিক ও গেমিং প্ল্যাটফর্ম স্টিমও অন্তর্ভুক্ত রয়েছে। ছবি: প্রতীকী
|
ফলো করুন |
|
|---|---|
অস্ট্রেলিয়ার ১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞার তালিকায় আরও এক ডজনেরও বেশি সাইট যুক্ত হতে পারে। ব্যাপক তর্ক-বির্তকের পর গত বছরের নভেম্বরে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি। অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এ সংক্রান্ত আইন অনুমোদন করা হয়।
এই নিষেধাজ্ঞার আওতায় ফেসবুক, স্প্ন্যাপচ্যাট, টিকটক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো রয়েছে। এবার এ তালিকায় হোয়াটসঅ্যাপ এবং রেডডিট, স্ট্রিমিং জায়ান্ট টুইচ এবং গেমিং প্ল্যাটফর্ম ফার্ম রোবলক্স সাইট যুক্ত হতে পারে বলে বুধবার দেশটির নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট আরও ১৬টি কোম্পানিকে চিঠি লিখে তাদের নিজস্ব প্ল্যাটফর্মে নিরাপত্তা মূল্যায়ন করতে বলেছেন। যাতে তারা নতুন আইনের আওতায় পড়ে কি-না, তা নিশ্চিত করা যায়।
তালিকায় পিন্টারেস্টের পাশাপাশি লেগো প্লে, স্ট্রিমিং কোম্পানি কিক ও গেমিং প্ল্যাটফর্ম স্টিমও অন্তর্ভুক্ত রয়েছে। জাতীয় সম্প্রচারক এবিসি জানিয়েছে, যদি কোম্পানিগুলো মনে করে যে তাদের প্ল্যাটফর্মটি নিষেধাজ্ঞার আওতা পড়বে না, তাহলে তাদের যুক্তি দেখিয়ে অব্যাহতি চাইতে হবে। ইনম্যান গ্রান্ট নেটওয়ার্ককে বলেছেন, কিছু বিষয় ‘বেশ স্পষ্ট’ হলেও, নিয়ন্ত্রক সংস্থা প্রত্যেকটির জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করবে।
তিনি আরও বলেছেন, ‘আমাদের সবার কথা শুনতে হবে।’ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, তারা প্রথমে এমন প্ল্যাটফর্মগুলোতে মনোযোগ দেবে, যেখানে ব্যবহারকারীর সংখ্যা ও ক্ষতির ঝুঁকি বেশি। একজন রোবলক্স মুখপাত্র জোর দিয়ে বলেছেন, প্ল্যটফর্মটি কোনো সোশ্যাল মিডিয়া কোম্পানি নয়, তাই এটির নিষেধাজ্ঞার মধ্যে পড়া উচিত নয়।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়ম না মানলে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে সর্বোচ্চ ৪৯.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (৩২.৬ মিলিয়ন মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা করা হবে। দেশটির যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস বলেছেন, কোম্পানিগুলোকে নিজ উদ্যোগে নিয়ম মেনে চলতে হবে।

