Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের চুক্তিতে টিকটকে বিনিয়োগ আবুধাবি রাজপরিবারের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৮ পিএম

ট্রাম্পের চুক্তিতে টিকটকে বিনিয়োগ আবুধাবি রাজপরিবারের

টিকটকের মার্কিন ব্যবসায় অংশীদার হতে যাচ্ছে আবুধাবির রাজপরিবার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে এই চুক্তির অনুমোদন দিয়েছেন। চুক্তির মূল্য ধরা হয়েছে ১৪ বিলিয়ন ডলার (প্রায় ১০.৫ বিলিয়ন পাউন্ড)।

শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের নেতৃত্বাধীন তহবিল এমজিএক্স টিকটক ইউএস-এর ১৫ শতাংশ শেয়ার নেবে এবং নতুন বোর্ডে একটি আসন পাবে।

ট্রাম্প বৃহস্পতিবার রাতে সই করা আদেশে চুক্তির খুঁটিনাটি চূড়ান্ত করার জন্য ১২০ দিনের সময় বেঁধে দিয়েছেন। এর ফলে টিকটক ইউএস-এর প্রায় ৪৫ শতাংশ মালিকানা যাবে ওরাকল, প্রাইভেট ইকুইটি গ্রুপ সিলভার লেক এবং আবুধাবির এমজিএক্সের হাতে। সব মিলিয়ে মার্কিন কোম্পানিগুলো টিকটক ইউএস-এর ৬৫ শতাংশের বেশি শেয়ার নিয়ন্ত্রণ করবে।

ট্রাম্প জানিয়েছেন, বিনিয়োগকারীদের তালিকায় আছেন মাইকেল ডেল এবং রুপার্ট মারডকের ফক্সও। তাঁর ভাষায়, ‘টিকটক ইউএস এখন থেকে সংখ্যাগরিষ্ঠভাবে আমেরিকান মালিকানায় থাকবে। কোনো বিদেশি প্রতিপক্ষ আর নিয়ন্ত্রণ করবে না। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও দক্ষ বিনিয়োগকারীরাই টিকটক চালাবে।’ 

চীনের বাইটড্যান্স মার্কিন শাখায় ১৯.৯ শতাংশ শেয়ার ধরে রাখবে। তবে বেইজিং এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। ট্রাম্প দাবি করেছেন, তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন এবং সেখান থেকে ‘সবুজ সংকেত’ পেয়েছেন।

চুক্তি নিয়ে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ‘মূল্যায়ন করা হয়েছে ১৪ বিলিয়ন ডলার। চীনের পক্ষ থেকে কিছু আপত্তি থাকলেও মূল বিষয় ছিল টিকটক সচল রাখা এবং আমেরিকান ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখা।’

তিনি আরও যোগ করেন, ‘এখন আমেরিকানরা আরও আত্মবিশ্বাস নিয়ে টিকটক ব্যবহার করতে পারবে, কারণ তাদের ডেটা নিরাপদ থাকবে এবং তা আর নাগরিকদের বিরুদ্ধে প্রচারণার অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে না।’

তবে এই মূল্যায়ন বাইটড্যান্সের মূল কোম্পানির তুলনায় অনেক কম। বর্তমানে বাইটড্যান্সের বাজারমূল্য প্রায় ৩৩০ বিলিয়ন ডলার, যেখানে মেটার (ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক) বাজারমূল্য ১.৮ ট্রিলিয়ন ডলার।

উল্লেখ্য, গত বছর এপ্রিলে মার্কিন কংগ্রেস একটি আইন পাস করে বাইটড্যান্সকে জাতীয় নিরাপত্তা ও গোপনীয়তার কারণ দেখিয়ে টিকটকের মার্কিন শাখা বিক্রি করার নির্দেশ দিয়েছিল। এরপর থেকেই টিকটক ইউএস-এর ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে।

ট্রাম্প বিভিন্ন সময় বিক্রির সময়সীমা বাড়িয়েছেন এবং কখনো বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন—শেষ পর্যন্ত একটি চুক্তি সম্ভব করার লক্ষ্যেই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম