Logo
Logo
×

আন্তর্জাতিক

জেল থেকেই নাকভিকে একহাত নিলেন ইমরান খান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১০:১২ এএম

জেল থেকেই নাকভিকে একহাত নিলেন ইমরান খান

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মহসিন নাকভিকে একহাত নিয়েছেন কারাবন্দি ইমরান খান। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক মনে করেন, পাক সেনাবাহিনীর প্রধান আসিম মুনির যেভাবে পাকিস্তানকে ধ্বংস করছেন, সেভাবে ক্রিকেটকে শেষ করে দিচ্ছেন নাকভি।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানের এই মন্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এশিয়া কাপ শেষ হয়ে গেলেও ট্রফি দেওয়া হয়নি চ্যাম্পিয়ন ভারতকে। এ নিয়ে বিতর্ক অব্যাহত। এতে প্রচণ্ড ক্ষুব্ধ ইমরান খান। জেলে বসে তিনি বলেছেন, ‘নাকভি ক্রিকেটকে সেভাবেই ধ্বংস করছে, যেভাবে মুনির পাকিস্তানকে করেছে।’

নাকভির সমালোচনা করেছেন সাবেক পাক অলরাউন্ডার শহীদ আফ্রিদিও। তিনি জানিয়েছেন, একই সঙ্গে পাক বোর্ড এবং মন্ত্রিত্ব একজন মানুষের পক্ষে চালানো সম্ভব নয়। নাকভির উচিত যে কোনো একটি পদ থেকে সরে দাঁড়ানো। আফ্রিদি বলেন, ‘নাকভি সাহেবকে আমি অনুরোধ করছি, পাক বোর্ডপ্রধান এবং মন্ত্রিত্ব-দুটিই গুরুত্বপূর্ণ পদ। দুটি কাজেই অনেক সময় ও দীর্ঘ পর্যবেক্ষণ প্রয়োজন হয়। তাই যে কোনো একটি পদ থেকে তার সরে দাঁড়ানো উচিত।’

আফ্রিদির সংযোজন, ‘পাকিস্তান ক্রিকেটের দিকে এখন বিশেষ নজর দিতে হবে। নাকভি পরামর্শদাতাদের কথায় সিদ্ধান্ত নেন। তারা ক্রিকেট সম্পর্কে কিছুই বোঝে না। ফলে উপযুক্ত পরামর্শদাতা না রাখলে দেশের ক্রিকেট আরও অধঃপতনের পথে এগিয়ে যাবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম