Logo
Logo
×

আন্তর্জাতিক

হিজবুল্লাহ প্রধান

ট্রাম্পের গাজা পরিকল্পনা ‘বিপজ্জনক’, এটি ইসরাইলের প্রকল্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০২:০৭ এএম

ট্রাম্পের গাজা পরিকল্পনা ‘বিপজ্জনক’, এটি ইসরাইলের প্রকল্প

লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা ‘বিপজ্জনক’ এবং এটি আসলে ইসরাইলের রাজনৈতিক কৌশল।  

শনিবার (৪ অক্টোবর) দুই হিজবুল্লাহ কমান্ডারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে কাসেম বলেন, ইসরাইল সামরিকভাবে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে, তা রাজনৈতিক সমঝোতার নামে হাসিল করার চেষ্টা করছে। 

তিনি বলেন, আসলে এই পরিকল্পনা বিপদে ভরা। এটি ইসরাইলের প্রকল্প, যা তারা সামরিক আগ্রাসন, গণহত্যা ও দুর্ভিক্ষের মাধ্যমে অর্জন করতে ব্যর্থ হয়ে এখন রাজনীতির মাধ্যমে বাস্তবায়ন করতে চাইছে। 

হামাস ও অন্যান্য ফিলিস্তিনি সংগঠন এই প্রস্তাব গ্রহণ করবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও জানান কাসেম। তিনি বলেন, পরিকল্পনার খুঁটিনাটি বিষয়ে আমি হস্তক্ষেপ করব না। শেষ পর্যন্ত ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন—হামাস ও অন্যান্য গোষ্ঠী—যা উপযুক্ত মনে করবে, সেটিই সিদ্ধান্ত হবে।

তবে তিনি ‘গ্রেটার ইসরাইল’ ধারণার বিরোধিতা করার আহ্বান জানান। কাসেমের দাবি, এই প্রকল্প শুধু গাজা ও পশ্চিম তীর নয়, বরং আধুনিক জর্ডান, লেবানন ও সিরিয়ার কিছু অংশকেও অন্তর্ভুক্ত করে। 

তিনি সতর্ক করে বলেন, ইসরাইলের পরিকল্পনা অনুযায়ী ‘সুনার অর লেটার’ এই প্রকল্প অঞ্চলটির সবার ওপর প্রভাব ফেলবে। তাই প্রতিটি মানুষকে এটির বিরোধিতা করতে হবে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম