Logo
Logo
×

আন্তর্জাতিক

নেতানিয়াহুকে নিয়ে তুরস্কের সতর্কবার্তা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০১:৩২ পিএম

নেতানিয়াহুকে নিয়ে তুরস্কের সতর্কবার্তা

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: সংগৃহীত

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করে বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে কোনো মুহূর্তে গাজা যুদ্ধের অবসান ঘটানোর চলমান প্রচেষ্টা ভেস্তে দিতে পারেন।

তিনি জোর দিয়ে বলেন, ইসরাইলি মন্ত্রিসভার আচরণ যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগগুলোকে বিপন্ন করে তুলছে।

এদিকে হিব্রু দৈনিক ইয়েদিয়থ আহরোনথ বলছে, নেতানিয়াহুর সাম্প্রতিক মন্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনাকে বিপদের মুখে ফেলেছে।

এছাড়া সিরিয়া প্রসঙ্গে পৃথক মন্তব্যে ফিদান বলেন, তুরস্ক কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ বা দেশটিকে বিভক্ত করার প্রচেষ্টা মেনে নেবে না। 


তিনি আরও জানান, আঙ্কারার কূটনৈতিক প্রচেষ্টা বর্তমানে সিরিয়ার সরকারকে পূর্ণ সমর্থন দেওয়ার ওপর কেন্দ্রীভূত। এছাড়া তিনি আসন্ন সংসদীয় নির্বাচনকে ‘সিরিয়ার জন্য এক ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে আখ্যা দেন। 

ফিদানের এই সতর্কবার্তা ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাজায় সামরিক আগ্রাসন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার কয়েক ঘণ্টা পর আসলো। 

ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনী গাজা উপত্যকার কেন্দ্রে তাদের অভিযান অব্যাহত রাখবে, যতক্ষণ না সব বন্দিকে মুক্ত করা যায় এবং সব সামরিক লক্ষ্য অর্জিত হয়।

সূত্র: মেহের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম