Logo
Logo
×

আন্তর্জাতিক

ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে ভারত সফরে স্টারমার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৪:৫১ পিএম

ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে ভারত সফরে স্টারমার

৭ অক্টোবর, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ভারত সফরে রওনা হওয়ার আগে ব্যবসায়িক প্রতিনিধি দলের সঙ্গে ছবি তোলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: লিয়ন নিল/পুল, রয়টার্স

ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও গভীর করতে দিল্লির পথে রওনা হয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার। ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে এই সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন।

সদ্য স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নই এই সফরের মূল লক্ষ্য।

তবে ব্রিটেন ভারতের সঙ্গে ভিসা চুক্তি করবে না বলে জানিয়েছেন স্টারমার। চলতি বছরের বাণিজ্য চুক্তির পর দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করাই এখন তার মূল লক্ষ্য।

বুধবার (৮ অক্টোবর) এক  প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

স্টারমার বুধবার দুই দিনের ভারত সফর শুরু করছেন। এই সফরে তিনি একটি ব্যবসায়িক প্রতিনিধি দল নিয়ে যাচ্ছেন, যারা মে মাসে সম্পন্ন, জুলাইয়ে স্বাক্ষরিত এবং আগামী বছর কার্যকর হতে যাওয়া মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়ন নিয়ে কাজ করবে।


ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, অতীতে ভিসা ইস্যু বাণিজ্য চুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। এবার এমন একটি চুক্তিতে পৌঁছানো হয়েছে যেখানে ভিসা কোনো বিষয় নয়। তাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৃহস্পতিবারের বৈঠকে এই ইস্যু পুনরায় উত্থাপন করার কোনো পরিকল্পনা নেই।

‌‌‘এটা আমাদের পরিকল্পনার অংশ নয়,’ ভারত সফরের পথে সাংবাদিকদের বলেন স্টারমার। ‘আমরা ইতোমধ্যেই যে মুক্ত বাণিজ্য চুক্তি করেছি, সেটার সুফল নেওয়াই এই সফরের লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘ব্যবসাগুলো ইতোমধ্যেই এই চুক্তির সুযোগ নিচ্ছে। কিন্তু বিষয়টা ভিসা নিয়ে নয়।’

অভিবাসন ইস্যু নিয়ে জনগণের উদ্বেগ এবং জনমত জরিপে পপুলিস্ট রিফর্ম ইউকে পার্টির কাছে লেবার পার্টির পিছিয়ে পড়ার প্রেক্ষাপটে স্টারমার অভিবাসনের ক্ষেত্রে আরও কঠোর অবস্থান নিতে চাইছেন।


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসার ফি বাড়ানোর পরও ভারত থেকে প্রযুক্তি খাতে পেশাজীবীদের ভিসা দেওয়া হবে কি না—এমন প্রশ্নে স্টারমার বলেন, এই সফরে ভিসা আলোচনার বিষয় নয়। তবে তিনি স্বীকার করেন, ব্রিটেন ‘শীর্ষ মেধাবী’দের আকৃষ্ট করতে চায়।

যেসব দেশ নিজ দেশের অপরাধী বা ফেরত পাঠানোর জন্য নির্ধারিত ব্যক্তিদের গ্রহণ করে না, তাদের জন্য ভিসা বন্ধ করে দেওয়া হবে কি না—এমন প্রশ্নে স্টার্মার বলেন, ভারতের ক্ষেত্রে এটি কোনো সমস্যা নয় কারণ তাদের সঙ্গে একটি প্রত্যাবর্তন চুক্তি রয়েছে। তবে তিনি জানান, বিষয়টি আরও বিস্তৃতভাবে বিবেচনা করা হচ্ছে।

‘আমরা খতিয়ে দেখছি, ভিসা ও প্রত্যাবর্তন চুক্তির মধ্যে কোনো সংযোগ থাকা উচিত কি না,’ বলেন স্টারমার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম