Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানে ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন সংস্থার প্রতিবেদনে যা জানা গেল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১০:০৮ এএম

পাকিস্তানে ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন সংস্থার প্রতিবেদনে যা জানা গেল

পাকিস্তানে ধর্মীয় স্বাধীনতার অভাব এবং ধর্মীয় অসহিষ্ণুতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন (ইউএসিআইআরএফ)। 

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে পাকিস্তানে আহমদিয়া সম্প্রদায়ের ওপর পদ্ধতিগত নির্যাতন, দেশজুড়ে জোরপূর্বক ধর্মান্তরকরণ এবং ধর্ম অবমাননা-সম্পর্কিত সহিংসতা উদ্বেগজনকহারে বেড়েছে বলে জানানো হয়েছে। 

পাকিস্তানকে ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে একটি ‘বিশেষভাবে উদ্বেগজনক দেশ’ হিসেবে চিহ্নিত করেছে ইউএসিআইআরএফ। 

প্রতিবেদনে পাকিস্তানের ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি তুলে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপর সাম্প্রতিক এবং ক্রমবর্ধমান আক্রমণ যেগুলো আহমদিয়া মুসলিম, হিন্দু এবং খ্রিস্টানদের লক্ষ্য করে করা হয়েছে।

এতে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সীমিত করার জন্য সরকারের আহমদিয়া-বিরোধী এবং ব্লাসফেমি আইন প্রয়োগ এবং সংশ্লিষ্ট জনতার সহিংসতা মোকাবিলায় তাদের অনীহার বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের দণ্ডবিধি প্রকাশ্যে আহমদিদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করে, তাদের মুসলিম হিসেবে পরিচয় দিতে বা প্রকাশ্যে তাদের ধর্ম পালন করতে বাধা দেয়।

ইউএসিআইআরএফের প্রতিবেদনে ২০২৫ সালে আহমদিয়াদের বিরুদ্ধে সহিংসতা উদ্বেগজনকহারে বেড়েছে দাবি করে বলা হয়, ফেব্রুয়ারিতে দশ দিনের মধ্যে পাঞ্জাবে তিনটি আহমদি মসজিদ ভেঙে ফেলা হয়েছে। 

এপ্রিল মাসে, ৪০০ জনেরও বেশি মানুষ আরেকটি আহমদি মসজিদে আক্রমণ করে এবং পূর্ববর্তী হামলার রেকর্ডিং করা আহমদি কর্মী লায়েক চিমাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। পরে পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ১৩ জনকে গ্রেফতার করে।

এছাড়া সিন্ধু ও পাঞ্জাবে হিন্দু-খ্রিস্টান মেয়েদের জোরপূর্বক ধর্মান্তরিত করা অব্যাহত রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  

মার্কিন এ সংস্থাটি পাকিস্তানে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি নিয়ে সচেতনতা বাড়াতে এবং নীতি নির্ধারকদের পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম