Logo
Logo
×

আন্তর্জাতিক

প্রথম ভারত সফরে দিল্লি পৌঁছালেন আফগান পররাষ্ট্রমন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ পিএম

প্রথম ভারত সফরে দিল্লি পৌঁছালেন আফগান পররাষ্ট্রমন্ত্রী

আফগান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর কাবুলে তালেবান সরকারের সঙ্গে ভারতের সম্পর্ককে নতুন মাত্রা যোগ করতে পারে বলে আশা করা হচ্ছে। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকি বৃহস্পতিবার দিল্লিতে পৌঁছেছেন। তিনি এক সপ্তাহব্যাপী ভারত সফরে এসেছেন।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, গত চার বছর আগে আশরাফ গনি সরকারের পতনের পর তালেবান ক্ষমতা গ্রহণের পর কাবুল থেকে এটি ভারতের প্রতি উচ্চ পর্যায়ের প্রথম সফর। সফরের সময় মুত্তাকি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বিস্তৃত আলোচনা করবেন।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইটিভি ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল এক্স-এ বলেন, ‌‘আফগান পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকিকে দিল্লিতে স্বাগত জানাচ্ছি। আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক বিষয় নিয়ে তাঁর সঙ্গে ফলপ্রসূ আলোচনা আশা করছি।’

মুত্তাকির সফরের মধ্যে রয়েছে দারুল উলূম দেওবন্দ দারসালা পরিদর্শন এবং তাজমহল দর্শন।



মুত্তাকির ভারত সফর কাবুলে তালেবান সরকারের সঙ্গে ভারতের সম্পর্ককে নতুন মাত্রা যোগ করতে পারে বলে আশা করা হচ্ছে। মুত্তাকি গত মাসে দিল্লি সফর করার কথা ছিল, কিন্তু তাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার কারণে ভ্রমণ অনুমতি না দেওয়ায় তা স্থগিত করা হয়েছিল।

জাতিসংঘের এক বিবৃতিতে জানানো হয়েছে, ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কমিটি ভ্রমণ নিষেধাজ্ঞার জন্য অস্থায়ী ছাড় অনুমোদন করেছে, যা মুত্তাকিকে ৯ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত দিল্লি সফরের সুযোগ করে দিয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সমস্ত প্রধান তালেবান নেতার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল এবং বিদেশে সফরের জন্য তাদের ছাড়পত্র নেওয়া আবশ্যক। মুত্তাকির এই সফরের আগে তিনি রাশিয়ায় বৈঠক করেছিলেন। রাশিয়া এখন পর্যন্ত একমাত্র দেশ যা আনুষ্ঠানিকভাবে তালেবান প্রশাসনকে স্বীকৃতি দিয়েছে।

ভারতের সাবেক আফগান রাষ্ট্রদূত রাকেশ সুধে এএফপি-কে বলেন, ‘ভারত তালেবানকে কূটনৈতিক স্বীকৃতি দেওয়ার জন্য তাড়াহুড়ো করছে না।’ তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে ভারত বহু আফগান নাগরিককে আশ্রয় দিয়েছে। 

উল্লেখযোগ্য, ২০২৩ সালে আফগানিস্তানের দূতাবাস দিল্লিতে বন্ধ হয়ে গেছে, তবে মুম্বাই ও হায়দরাবাদের কনসুলেট সীমিত সেবা প্রদান করছে। ভারত জানিয়েছে, কাবুলে তার মিশন শুধুমাত্র মানবিক সহায়তা সমন্বয়ের জন্য সীমাবদ্ধ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম