Logo
Logo
×

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির অনুমোদন দিয়েছে ইসরাইল, ২৪ ঘণ্টার মধ্যেই কার্যকর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৮:১৯ এএম

যুদ্ধবিরতির অনুমোদন দিয়েছে ইসরাইল, ২৪ ঘণ্টার মধ্যেই কার্যকর

গাজার সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন দিয়েছে ইসরাইলি মন্ত্রিসভা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। আর ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি পাবে জিম্মিরা।

নেতানিয়াহু এই চুক্তিকে ইসরাইলের জন্য এক কূটনৈতিক সাফল্য ও নৈতিক বিজয় বলে আখ্যা দেন। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মন্ত্রিসভা বৈঠকের আগে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনারের সঙ্গে বৈঠক করেন বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় সব জিম্মি মুক্তি ও যুদ্ধ শেষ করার চুক্তি নিয়ে ভোট আহ্বান করেন তিনি। এরপর মন্ত্রিসভা বৈঠকেও অংশ নেন।

নেতানিয়াহুর ইংরেজি ভাষার এক্স অ্যাকাউন্টে বলা হয়েছে, সরকার সকল জিম্মি-জীবিত এবং মৃতদের মুক্তির কাঠামো অনুমোদন করেছে। এটি দুই বছরের যুদ্ধের অবসানের সবচেয়ে বড় পদক্ষেপ যেখানে ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে, হামাসের নির্বাসিত গাজা প্রধান খলিল আল-হাইয়া বলেছেন, তিনি যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মধ্যস্থতাকারীদের কাছ থেকে যুদ্ধ শেষ হওয়ার গ্যারান্টি পেয়েছেন।

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম