Logo
Logo
×

আন্তর্জাতিক

আজ একসঙ্গে ২০ জিম্মিকে মুক্তি দেবে হামাস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ এএম

আজ  একসঙ্গে ২০ জিম্মিকে মুক্তি দেবে হামাস

ফাইল ছবি।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলি জিম্মিদের মুক্তি দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ করেছে। সোমবার (১৩ অক্টোবর) ২০ জিম্মির সবাই একসঙ্গে মুক্তি পাবেন।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ২০২৩ সালের নভেম্বর এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে যেভাবে জিম্মিদের মুক্তি দেওয়া হয়েছে এবারও ঠিক একইভাবে দেওয়া হবে। 

হামাস প্রথমে জিম্মিদের আন্তর্জাতিক রেডক্রস কমিটির কাছে হস্তান্তর করবে। এরপর রেডক্রস তাদের ইসরাইলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবে। ইসরাইলি সেনারা তাদের নিয়ে যাবে দক্ষিণ ইসরাইলে। সেখানে তাদের প্রাথমিক পরিচয় এবং স্বাস্থ্য পরীক্ষা করা হবে।


এরপর এই জিম্মিদের হেলিকপ্টারে নেওয়া হবে হাসপাতালে। সেখানেই এই জিম্মিরা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন।

ইসরাইল জিম্মিদের বুঝে পাওয়ার পর ২৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। যারা বিভিন্ন মেয়াদে সাজা পেয়ে দখলদার ইসরাইলের কারাগারে দীর্ঘদিন ধরে বন্দি আছেন। এই ২৫০ জনের সঙ্গে আরও প্রায় ২ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেবে তেল আবিব, যাদের গাজা থেকে ধরে নিয়ে গিয়েছিল ইসরাইলি সেনারা।

গত শুক্রবার সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির কার্যকর হয়। চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দিতে হবে হামাসকে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম