Logo
Logo
×

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যে এবার গাজায় ইসরাইলের দুই সেনা নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১১:৫৫ পিএম

যুদ্ধবিরতির মধ্যে এবার গাজায় ইসরাইলের দুই সেনা নিহত

নিহত ‍দুই সেনা। ছবি: দ্য টাইমস অব ইসরাইল

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজায় দুই সেনা নিহত হয়েছেন। নিহতরা হলেন মেজর ইয়ানিভ কুলা (২৬) ও সার্জেন্ট ইতাই ইয়াভেটজ (২১)। একই ঘটনায় সেনাবাহিনীর এক রিজার্ভ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত ও আহত সেনারা নাহাল ব্রিগেডের ৯৩২তম ব্যাটালিয়নের সদস্য।

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরাইল

রোববার ইসরাইল গাজায় একাধিক বিমান ও স্থল হামলা চালায়, যা চলতি মাসের যুদ্ধবিরতি চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। সেনাবাহিনী দাবি করেছে, তাদের ওপর হামলার প্রতিশোধ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে।


ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে গাজায় যুদ্ধবিমান, অন্যান্য আকাশযান ও আর্টিলারি হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল অস্ত্রভাণ্ডার ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যবহৃত সামরিক অবকাঠামো। দেশটির সেনাবাহিনী দাবি করেছে, হামাসের ব্যবহৃত একটি সুড়ঙ্গকেও ১২০টি রকেট দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে।

অন্যদিকে হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে এবং রাফাহ অঞ্চলে কোনো সংঘর্ষের খবর তাদের জানা নেই।

বিবৃতিতে সংগঠনটি জানায়, ‘রাফাহ এলাকায় কোনো সংঘর্ষ বা অভিযানের খবর আমাদের জানা নেই। ওই অঞ্চল বর্তমানে দখলদার বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ‘রেড জোন’, এবং সেখানে থাকা আমাদের সদস্যদের সঙ্গে যোগাযোগ যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকেই বিচ্ছিন্ন।’

ইসরাইলি বাহিনী রাফাহে হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং অভিযোগ করেছে যে হামাস তাদের সেনাদের লক্ষ্যবস্তু করেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম