Logo
Logo
×

আন্তর্জাতিক

বিষাক্ত বাতাসে আচ্ছন্ন দিল্লি, বাড়ছে ক্যানসারের ঝুঁকি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০২:৫৩ পিএম

বিষাক্ত বাতাসে আচ্ছন্ন দিল্লি, বাড়ছে ক্যানসারের ঝুঁকি

ছবি: হিন্দুস্তান টাইমস

ঘন ও বিষাক্ত ধোঁয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের তুলনায় সোমবার শহরটির বায়ুদূষণের মাত্রা বেড়েছে ১৬ গুণেরও বেশি।

দিল্লিতে প্রায় তিন কোটি মানুষের বসবাস।এই শহরটি শীতকালে নিয়মিতভাবেই ভয়াবহ দূষণের কবলে পড়ে। ঠান্ডা বাতাসে দূষণকারী উপাদান মাটির কাছাকাছি আটকে থাকে। খড় পোড়ানো, কারখানার ধোঁয়া ও যানবাহনের নির্গমন মিলে তৈরি হয় প্রাণঘাতী পরিবেশ।

এর সঙ্গে হিন্দু ধর্মাবলম্বীদের দীপাবলি উৎসবে আতশবাজির কারণে দূষণ আরও বেড়ে গেছে। যদিও দিল্লি সুপ্রিম কোর্ট সবুজ আতশবাজির অনুমতি দিয়েছিল, যা তুলনামূলক কম ক্ষতিকর। তবুও নিষেধাজ্ঞা অনেকাংশে উপেক্ষিত হয়েছে।

‘আইকিউএয়ার’-এর তথ্যমতে, সোমবার শহরটির কিছু এলাকায় প্রতি ঘনমিটারে পিএম ২.৫ কণার মাত্রা পৌঁছেছে ২৪৮ মাইক্রোগ্রামে। এই অতিক্ষুদ্র কণা রক্তপ্রবাহে প্রবেশ করে ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

ভারত সরকারের এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশন জানিয়েছে, আগামী দিনগুলোতে বাতাসের মান আরও খারাপ হতে পারে। ডিজেল জেনারেটর ব্যবহারে নিয়ন্ত্রণ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে। 

প্রথমবারের মতো নয়াদিল্লিতে ‘ক্লাউড সিডিং’-এর পরীক্ষা চালানোর প্রস্তুতিও নেওয়া হয়েছে। এর মাধ্যমে আকাশে রাসায়নিক ছুড়ে কৃত্রিমভাবে বৃষ্টি নামিয়ে বাতাস পরিষ্কার করার চেষ্টা করা হবে।

এ বিষয়ে পরীক্ষামূলক বিমান ও পাইলট প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা।

‘দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ’-এর এক গবেষণায় বলা হয়েছে, ২০০৯-১৯ সালের মধ্যে ভারতে বায়ুদূষণজনিত কারণে ৩৮ লাখ মানুষের মৃত্যু হয়েছে। 

ইউনিসেফ এক সতর্কবার্তায় বলেছে, দূষিত বাতাসে শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকি ক্রমেই বাড়ছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম