Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়ায় গোলাবারুদের কারখানায় বিস্ফোরণ, নিহত ১০

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৭:৪৮ এএম

রাশিয়ায় গোলাবারুদের কারখানায় বিস্ফোরণ, নিহত ১০

রাশিয়ার উরালে এক গোলাবারুদের কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৯ জন। বিস্ফোরণের কারণ কী তা বলেনি কর্তৃপক্ষ। এখনো ১২ কর্মী নিখোঁজ রয়েছেন। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চেলিয়াবিনস্ক অঞ্চলের কোপিস্ক জেলায় এই বিস্ফোরণ হয়। এটি ড্রোন হামলা নয় বলে নিশ্চিত করা হয়েছে।


বুধবার রাতে প্রথম এই বিস্ফোরণের খবর পাওয়া যায়। বিস্ফোরণের পর আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং বৃহস্পতিবার পর্যন্ত উদ্ধার অভিযান চলেছে।

কারখানার ১২ কর্মী এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এ ঘটনায় শুক্রবার উরালে শোক ঘোষণা করা হয়েছে। বিস্ফোরণের ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম