Logo
Logo
×

আন্তর্জাতিক

ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী নির্মাণে ইরান — প্রতিরক্ষা নীতিতে নতুন অধ্যায়

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ পিএম

ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী নির্মাণে ইরান — প্রতিরক্ষা নীতিতে নতুন অধ্যায়

প্রতীকী ছবি

শত্রুপক্ষের আক্রমণ ঠেকাতে ভূগর্ভস্থ ‘ক্ষেপণাস্ত্র নগরী’- এর কথা জানিয়েছে ইরানের। দেশটির প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলামরেজা জলালি বলেছেন, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরীগুলো শত্রুর হুমকির মোকাবিলায় ইরানের প্রতিরোধমূলক প্রতিরক্ষা মডেলের সাফল্যের প্রতীক।

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ

রোববার তেহরানে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জেনারেল জলালি বলেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক বিমান ও মহাকাশ বিভাগের প্রধান মেজর জেনারেল আমিরআলি হাজিজাদেহ প্যাসিভ ডিফেন্সের নীতি ও মানদণ্ড অনুযায়ী এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরীগুলোর নকশা ও নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 

 ব্রিগেডিয়ার জেনারেল গোলামরেজা জলালি।

এর ফলে দেশটি ১২ দিনের প্রতিরোধযুদ্ধে (যুক্তরাষ্ট্র-ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ১২ দিনের প্রতিরক্ষা) শত্রুর ওপর সামরিক প্রভাব বিস্তার করতে সক্ষম হয়।

তিনি বলেন, ‘১২ দিনের এই পবিত্র প্রতিরোধ ইরানের জন্য অসাধারণ সাফল্য বয়ে এনেছিল, পাশাপাশি কিছু দুর্বলতাও উন্মোচিত করেছিল। প্রতিরোধমূলক প্রতিরক্ষার দৃষ্টিকোণ থেকে এসব দুর্বলতা দ্রুত সমাধান করা জরুরি, বিশেষ করে দেশের অবকাঠামোগত খাতে।’

জেনারেল জলালি আরও জানান, ‘সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ও সরকারের নির্দেশনা অনুযায়ী প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের কর্মসূচিতে প্রস্তুতি জোরদার ও মহড়া আয়োজনসহ বিভিন্ন পরিকল্পনা রয়েছে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম