Logo
Logo
×

আন্তর্জাতিক

রাহুল গান্ধীকে কটাক্ষ করে তোপের মুখে অমিত শাহ

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০১:২৩ পিএম

রাহুল গান্ধীকে কটাক্ষ করে তোপের মুখে অমিত শাহ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত

বিহারের নির্বাচনী প্রেক্ষাপটে ছটপূজাকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছটপূজা উদযাপন নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা জবাব দিয়ে তোপের মুখে পড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  অমিত শাহ তার সেই মন্তব্যে রাহুল গান্ধীকে খোঁচা দিয়ে বলেন, ‘ওর মামাবাড়ির দিকটা তো ইতালিতে। ভারতীয় সংস্কৃতিকে সম্মান জানাতে শেখেনি।’

এসব মন্তব্য-পাল্টা মন্তব্যের লড়াই মূলত শুরু হয় প্রধানমন্ত্রী মোদির দিল্লিতে সূর্য প্রণামের পরিকল্পনা ঘিরে। যমুনার দূষণ এড়াতে তার জন্য তৈরি করা হয়েছিল একটি কৃত্রিম জলাশয়, বিরোধীরা যাকে ‘নকল যমুনা’ বলে আখ্যায়িত করে। 

এই খবর প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। বিরোধী শিবিরের অভিযোগ, যেখানে সাধারণ মানুষ দূষিত যমুনার পানিতে গোসল করছেন, সেখানে প্রধানমন্ত্রী নিজের জন্য আলাদা পুলের ব্যবস্থা করছেন। 

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তীব্র কটাক্ষ করে বলেন, ‘প্রধানমন্ত্রী ছটপূজার অপমান করেছেন। ভোটের জন্য যেকোনো কিছু করতে পারেন। যদি বলা হয়, মঞ্চে নাচলে ভোট পাবেন, তিনিও সেটাই করবেন।’

রাহুলের এই বক্তব্যকে বিজেপি ‘ছটি মাইয়া’র প্রতি অসম্মান বলে দাবি করেছে।  অমিত শাহ সাংবাদ সম্মেলনে বলেন, ‘রাহুল বাবা বলছেন প্রধানমন্ত্রী যে ছটপূজা করেন সেটা নাটক। আসলে ওর শিকড় তো ইতালিতে। সেজন্যই ভারতীয় সংস্কৃতির মানে বোঝেন না।’


শাহের এই মন্তব্য ভাইরাল হতেই দেশজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।  অনেকের মতে, ‘একজন স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে এমন ব্যক্তিগত কটাক্ষ অনভিপ্রেত’। 

প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক প্রভাত চট্টোপাধ্যায় বলেন, ‘এটা কেবল রাজনৈতিক মন্তব্য নয়, সংস্কৃতিকে ব্যক্তিগত পরিচয়ের সঙ্গে গুলিয়ে ফেলার এক বিপজ্জনক প্রবণতা। অমিত শাহের মতো পদাধিকারী যদি এমন মন্তব্য করেন, তবে সাধারণ মানুষকেও বিভাজিত বার্তা দেওয়া হয়।’

অর্থনীতিবিদ ও বিশ্লেষক অমর সিং বলেন, ‘বিহারের ভোটে ধর্মীয় আবেগ বড় ফ্যাক্টর। বিজেপি সেই আবেগকেই কাজে লাগাতে চাইছে। কিন্তু যখন একজন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগত শিকড় নিয়ে কটাক্ষ করেন, তখন তা রাজনৈতিক মর্যাদার পরিপন্থি।’

অমিত শাহের এ মন্তব্যের প্রতিক্রিয়া এসেছে রাহুল গান্ধীর পক্ষ থেকেও।  কংগ্রেসের মুখপাত্র পবন খেরা বলেন, ‘অমিত শাহ নিজের রাজনৈতিক দুর্বলতা ঢাকতেই এমন ভাষা ব্যবহার করেছেন। যখন সরকার যমুনাকে দূষণমুক্ত করতে ব্যর্থ, তখন সেই ব্যর্থতা ঢাকতে ছটপুজোকে ঢাল করা হচ্ছে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম