Logo
Logo
×

আন্তর্জাতিক

গ্রিসে বন্দুকধারীর হামলায় নিহত ২

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ এএম

গ্রিসে বন্দুকধারীর হামলায় নিহত ২

ঘটনাস্থলে পাহারা দিচ্ছে গ্রিক পুলিশ। ছবি: সংগৃহীত

গ্রিসের ক্রিট দ্বীপে বন্দুকধারীর গুলিতে অন্তত দুজন নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।  

ঘটনাটি পারিবারিক প্রতিহিংসার কারণে হতে পারে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। 

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনএ জানিয়েছে, ইরাক্লিও থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ভোরিজিয়া গ্রামে এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে একজন ৫০ বছর বয়সি নারী রয়েছেন।

এএনএর তথ্যমতে, এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এর কয়েক ঘণ্টা আগে ওই এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে বিস্ফোরক হামলার ঘটনাও ঘটে।


অন্যদিকে, রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটি জানায়, আহতদের উদ্ধারে সশস্ত্র পুলিশ অভিযান চালিয়ে এলাকা নিরাপদ করে তোলে, যাতে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে।

ক্রিট দ্বীপটিতে অবৈধ অস্ত্রধারণ বেশ প্রচলিত এবং পারিবারিক প্রতিশোধমূলক সহিংসতা প্রায়ই ঘটে থাকে।  এর আগে 

গত রোববারও দ্বীপের পশ্চিমাঞ্চলে এক যুবক (২৩) গুলি করে ৫২ বছর বয়সি এক ব্যক্তিকে হত্যা করে।

তথ্যসূত্র: রয়টার্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম