Logo
Logo
×

আন্তর্জাতিক

বিশ্বকাপ জয়ের রাতে দক্ষিণ ভারতে গণধর্ষণের শিকার কলেজ শিক্ষার্থী

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১১:২৯ এএম

বিশ্বকাপ জয়ের রাতে দক্ষিণ ভারতে গণধর্ষণের শিকার কলেজ শিক্ষার্থী

ধর্ষণের প্রতীকী ছবি

রোববার রাত ছিল ভারতের ইতিহাসের জন্য এক গৌরবময় রাত।  দেশটির নারী ক্রিকেট দল প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে রচনা করে এক সোনালী অধ্যায়।  গোটা দেশ যখন নারী শক্তির জয়গানে মুখর, তখনই  দক্ষিণ ভারতের কোয়েম্বাটুরে গণধর্ষণের শিকার হয়েছেন এক কলেজ শিক্ষার্থী। 

স্থানীয় পুলিশ জানায়, রোববার গভীর রাতে কোয়েম্বাটুর বিমানবন্দর সংলগ্ন এলাকায় কলেজের এক ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় তিন দুষ্কৃতকারী। ওই তরুণীকে  দীর্ঘক্ষণ নির্যাতনের পর তাকে রাস্তায় ফেলে পালানোর চেষ্টা করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোয়েম্বাটুর পুলিশ। পরে তিন অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে। 

কিন্তু পুলিশি জেরার সময় তারা পালানোর চেষ্টা করে এবং কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা চালায়। এর পরিপ্রেক্ষিতে আত্মরক্ষার জন্য পুলিশ গুলি চালালে তিন অভিযুক্তই গুলিবিদ্ধ হয়। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনায় তামিলনাড়ুর প্রশাসনিক ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় সংবাদমাধ্যম। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের কেউই এ নিয়ে মন্তব্য করেননি।


সোমবার (৩ নভেম্বর) সকালে যখন গোটা দেশ মহিলা ক্রিকেট দলের জয় উদযাপনে মত্ত, তখন দক্ষিণ ভারতের এই বর্বরতার ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে। সমাজের নানা মহল বলছে, ক্রিকেট মাঠে নারীর জয় যতই উজ্জ্বল হোক না কেন, বাস্তবের মাটিতে ভারতীয় নারীর নিরাপত্তা এখনও অন্ধকারে ডুবে আছে।

এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।  অনেকে লেখেন, ‘যে দেশে নারী বিশ্বচ্যাম্পিয়ন হয়, সেই দেশেই নারী ধর্ষিত—এর চেয়ে বড় ব্যঙ্গ আর কিছু হতে পারে না।’

কেউ বলেছেন, ‘ভারত আজ নারীর জয়গান গাইছে মাঠে, কিন্তু ঘরে নারী আজও নিরাপদ নয়।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম