Logo
Logo
×

আন্তর্জাতিক

থাই–মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবি, ১১ রোহিঙ্গার মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১১:৪০ এএম

থাই–মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবি, ১১ রোহিঙ্গার মৃত্যু

ধারণা করা হচ্ছে, ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ৭০ জন আরোহী ছিল। ছবি: সংগৃহীত

থাইল্যান্ড–মালয়েশিয়া সীমান্তের কাছে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গিয়েছে। এতে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

ধারণা করা হচ্ছে, ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ৭০ জন আরোহী ছিল। খবর রয়টার্সের

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২৩০ জন যাত্রী বহনকারী আরেকটি নৌকার অবস্থান এখনো স্পষ্ট নয় বলে মালয়েশীয় কর্তৃপক্ষ জানিয়েছে। 

কর্তৃপক্ষ আরও জানিয়েছে,  এখন পর্যন্ত ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের বেশিরভাগই রোহিঙ্গা।


থাই কর্তৃপক্ষ জানিয়েছে, তারা চারটি মৃতদেহ উদ্ধার করেছে, এর মধ্যে দুটি শিশু রয়েছে।

নিজ দেশে সহিংসতার শিকার হয়ে বর্তমানে বাংলাদেশে আশ্রয় নিয়েছে রোহিঙ্গারা। তবে শরণার্থী শিবিরগুলোতে জীবনযাপন 

ক্রমবর্ধমান কঠিন হয়ে পড়ায় তারা নিয়মিতভাবে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার উদ্দেশে বিপজ্জনক সমুদ্রযাত্রায় পা বাড়ায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম