Logo
Logo
×

আন্তর্জাতিক

বিহার নির্বাচন

বিজেপির চেয়ে বেশি ভোট পেয়েও কেন হারল আরজেডি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম

বিজেপির চেয়ে বেশি ভোট পেয়েও কেন হারল আরজেডি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আরজেডি নেতা তেজস্বী যাদব। ছবি: সংগৃহীত

বিহারের বিধানসভা নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট। ২৪৩ আসনের মধ্যে এই জোটের দুই দল বিজেপি এবং জনতা দল (ইউনাইটেড) যথাক্রমে ৮৯ এবং ৮৫ আসনে জয়লাভ। সরকার গঠনের জন্য প্রয়োজন ১২২ আসন। তাই সর্বোচ্চ আসনে জয় পাওয়া দুই দল এখন জোট সরকার গঠনের পথে এগোবে।

বিহারের এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ‘ফার্স্ট পাস্ট দ্য পোস্ট’ সিস্টেমে। এই পদ্ধতিতে সর্বোচ্চ আসনে জয়ী দলই নির্বাচনে জয়লাভ করে। তবে যদি বিহারের এই নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) অনুষ্ঠিত হত, তাহলে বিজেপি এবং জেডি(ইউ) নয়, জয়ের হাসি হাসত তেজস্বী যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। কারণ পিআর পদ্ধতিতে ভোট সংখ্যার ভিত্তিতে আসন বণ্টন হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বিহার নির্বাচনে এবার ১৪৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন আরজেডির প্রার্থীরা। এর মধ্যে মাত্র ২৫ আসনে জয়লাভ করেছে আরজেডি। কিন্তু দলটির ভোটসংখ্যা ১ কোটি ১৫ লাখ ৪৬ হাজার ৫৫, যা মোট ভোটের ২৩ শতাংশ। একক দল হিসেবে যা সর্বোচ্চ।

অন্যদিকে আরজেডির চেয়ে তুলনামূলক কম আসনে প্রার্থী দিয়েছে বিজেপি ও জেডি (ইউ)। তাদের ভোটের শতাংশও কম। বিজেপি ২০ দশমিক ০৮ শতাংশ ভোট পেয়েছে। তাদের ভোট সংখ্যা ১ কোটি ৮১ হাজার ১৪৩। কিন্তু একক দল হিসেবে সর্বোচ্চ ৮৯ আসনে জয়ের কেতন উড়িয়েছে তারা।

বিজেপির জোটসঙ্গী নীতিশ কুমারের জেডি (ইউ)-ও আসন সংখ্যার দিক দিয়ে খুব একটা পিছিয়ে নেই। তারা ৮৫ আসনে জয়লাভ করেছে। কিন্তু বিহারের প্রভাবশালী এই দলটি আরজেডির তুলনায় প্রায় ২০ লাখ ভোট কম পেয়েও নতুন রাজ্য সরকারের অংশ হতে যাচ্ছে।

১০১ আসনে প্রার্থী দেওয়া নীতিশ কুমারের দল ভোট পেয়েছে ৯৬ লাখ ৬৭ হাজার ১১৮, যা মোট ভোটারের ১৯ দশমিক ২৫ শতাংশ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম