যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলি হামলায় ২ ফিলিস্তিনি শিশু নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১১:১৮ এএম
ইসরাইলি হামলায় নিহত জুমা এবং ফাদি তামের আবু আসি। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে বানি সুহেলা শহরে এ হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এতে দুই ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। খবর আল জাজিরার।
প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানান, শনিবার (২৯ নভেম্বর) সকালে আল-ফারাবি স্কুলের কাছে একদল বেসামরিক নাগরিকের উপর ড্রোন বোমা ফেলে ইসরাইল। এতে জুমা এবং ফাদি তামের আবু আসি নামে দুই ভাই নিহত হয়।
গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে পরে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
শনিবার সকালের দিকে ইসরাইলি সেনাবাহিনী গাজার বেশ কয়েকটি অংশে স্থল, নৌ এবং বিমান হামলা চালিয়েছে। চিকিৎসা সূত্র জানায়, খান ইউনিসের উত্তর-পূর্বে আল-কারারা শহরে ইসরাইলি কামান এবং বিমান হামলায় তিনজন ফিলিস্তিনি আহত হন।
শনিবার সকালে গাজা শহরের পূর্বে তুফাহ এলাকায়ও ইসরাইলি বিমান হামলা চালানো হয়।
সূত্র জানায়, যে জায়গাটিতে হামলা চালানো হয়, সেই এলাকাটি ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীনে সম্মত ‘তথাকথিত ইয়োলো লাইন’ অবস্থিত।
ইয়োলো লাইন সীমানা ইসরাইলি-নিয়ন্ত্রিত অঞ্চলকে হামাসের হাতে থাকা ৪৭ শতাংশ ভূখণ্ড থেকে পৃথক করে।
ড্রোন হামলায় এই দুই শিশুর নিহত হওয়ার ঘটনায় নিন্দা জনিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
সশস্ত্র সংগঠনটির মুখপাত্র হাজেম কাসেম শনিবার এক বিবৃতিতে বলেছেন, ‘এই ঘটনা আবারও প্রমাণ করে যে গাজার জনগণের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ এখনও চলছে, শুধু এর তীব্রতা পরিবর্তিত হয়েছে।’
তিনি যুদ্ধবিরতির গ্যারান্টি হিসেবে কাতার, তুরস্ক, মিশর ও যুক্তরাষ্ট্রের প্রতি ইসরাইলের লঙ্ঘন বন্ধ করতে এবং চুক্তি মেনে চলা নিশ্চিত করার জন্য অর্থপূর্ণ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তথ্যসূত্র: প্রেস টিভি

