মালয়েশিয়ার সড়কে ঝরল প্রেমিক যুগলের প্রাণ
আহমাদুল কবির, মালয়েশিয়া
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ এএম
মালয়েশিয়ার তেঙ্গানুর হুলু তেঙ্গানু এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
মালয়েশিয়ার তেঙ্গানুর হুলু তেঙ্গানু এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৫ ডিসেম্বর বিয়ে করতে যাওয়া এক প্রেমিক যুগল।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে কিলোমিটার ৫২, জালান কুয়ালা জেনেরিস–সুগাই গাভি–আরিং (বুকিত কাওয়াহ) সড়কে এ দুর্ঘটনা ঘটে।
হুলু তেঙ্গানু জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট শরউদ্দিন আবদুল ওহাব জানান, নিহতরা হলেন- কালান্তানের মেলরের কামপুং মেনাতি এলাকার বাসিন্দা হাসান শাজালী (৫২) এবং গুআ মুসাংয়ের সুযাইমা চে আজিজ (৩৪)।
দুজনই একই বিদ্যালয়—সেকোলাহ কেবানগসান (এসকে) লেবিরে কর্মরত ছিলেন। হাসান শাজালী শিক্ষক এবং সুযাইমা ক্যান্টিন কর্মী ছিলেন।
বিকাল প্রায় ৫টা ৩০ মিনিটে জনসাধারণের ফোনকলের মাধ্যমে দুর্ঘটনার খবর পায় পুলিশ। জানা যায়, একটি টয়োটা ফর্চুনার এসইউভি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, হুলু তেঙ্গানু থেকে গুআ মুসাংগামী পথে যাত্রাকালে দম্পতি ভূমিধসে ক্ষতিগ্রস্ত ও বন্ধ ঘোষণা করা রাস্তার অংশে প্রবেশ করেন। ওই সময় গাড়িটি স্কিড করে সোজা খাদে পড়ে যায়। ধাক্কায় দুজনই গাড়ি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
পরে তাদের লাশ উদ্ধার করে হুলু তেঙ্গানু হাসপাতালের ফরেনসিক ইউনিটে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
ঘটনা সম্পর্কে রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ১৯৮৭ এর ধারা ৪১(১) অনুযায়ী তদন্ত চলছে।

