Logo
Logo
×

আন্তর্জাতিক

সিরিয়াকে ‘সন্ত্রাসবাদের তালিকা’ থেকে বাদ দিল আরও এক দেশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫১ পিএম

সিরিয়াকে ‘সন্ত্রাসবাদের তালিকা’ থেকে বাদ দিল আরও এক দেশ

কানাডা ঘোষণা করেছে যে তারা সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে সিরিয়ার নাম সরিয়ে দিয়েছে।

কানাডা ঘোষণা করেছে যে তারা সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে সিরিয়ার নাম সরিয়ে দিয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার অন্তর্বর্তী সরকার দেশের স্থিতিশীলতা পুনর্গঠনে কাজ করছে, যা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য মিত্র দেশের সাম্প্রতিক সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়া আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যক্রমে বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করছে। 

কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেন, সিরিয়া সরকারের শান্তিপূর্ণ রাজনৈতিক রূপান্তরের পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লড়াইয়ে আমরা সিরিয়ার জনগণের পাশে আছি।

উল্লেখ্য, বাশার আল-আসাদের ক্ষমতায় থাকাকালীন ২০১২ সালে সিরিয়াকে সন্ত্রাসবাদী দেশের তালিকাভুক্ত করা হয়েছিল। বৃহস্পতিবার, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য রাষ্ট্রের প্রতিনিধি দল সিরিয়ায় সফর করেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম