Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানে সশস্ত্র বহিনীর অভিযানে ভারতপন্থি ৯ ‘সন্ত্রাসী’ নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭ পিএম

পাকিস্তানে সশস্ত্র বহিনীর অভিযানে ভারতপন্থি ৯ ‘সন্ত্রাসী’ নিহত

অভিযানের আগে অবস্থান নিচ্ছে পাকিস্তানি সেনারা। ফাইল ছবি

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ট্যাংক ও লাকি মারওয়াত জেলায় ভারতীয় মদদপুষ্ট ৯ জন ‘সন্ত্রাসী’কে হত্যা করেছে দেশটির সশস্ত্র বাহিনী। শনিবার (৬ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। খবর জিও নিউজের। 

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ ডিসেম্বর ‘সন্ত্রাসী’দের উপস্থিতির খবরের ভিত্তিতে ট্যাংক ও লাকি মারওয়াতে পৃথক অভিযান চালানো হয়।

আইএসপিআর জানায়, ট্যাংক জেলায় নিরাপত্তা বাহিনী ‘সন্ত্রাসী’দের আস্তানায় হামলা চালায় এবং সাতজনকে হত্যা করে। আর লাকি মারওয়াতের অভিযানে আরও দুই ‘সন্ত্রাসী’ নিহত হন। 


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিহত ‘সন্ত্রাসী’দের কাছে থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় ছিল।

আইএসপিআর জানায়, ওই এলাকায় সম্ভাব্য অন্যান্য ভারতীয় মদদপুষ্ট ‘সন্ত্রাসী’র উপস্থিতি নির্মূল করতে ‘স্যানিটাইজেশন অভিযান’ চলছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম