অপহৃত ১০০ শিক্ষার্থীদের উদ্ধার করেছে নাইজেরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গত মাসে নাইজেরিয়ার একটি খ্রিস্টান ক্যাথলিক আবাসিক স্কুল থেকে অপহৃত ১০০ শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে দেশটির সেনা-পুলিশ যৌথবাহিনী। রোববার (৭ ডিসেম্বর) তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে।
নাইজেরিয়ার খ্রিস্টান ধর্মীয় সংগঠন ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া (সিএএন) এর বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
২০২৩ সালের ২১ নভেম্বর নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ নাইজারের পাপিরি গ্রামের সেন্ট মেরি’স ক্যাথলিক বোর্ডিং স্কুলে একদল সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালিয়ে ২২৭ জন শিক্ষার্থী এবং ১২ জন শিক্ষক-শিক্ষিকাকে অপহরণ করে।
সেনা-পুলিশ যৌথ বাহিনী ওই দিন থেকেই অপহৃতদের উদ্ধার করতে অভিযান শুরু করে। ১৫ দিনের প্রচেষ্টায় ১০০ জন শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে যৌথ বাহিনী। তবে এখনও ১২৭ জন শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা উদ্ধার করা সম্ভব হয়নি এবং তাদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
এই ঘটনায় যোগাযোগ করা হলেও নাইজেরিয়ার কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা কোনো মন্তব্য করতে চাননি। সিএএন নাইজার শাখার প্রধান ড্যানিয়েল অ্যাটোরি জানিয়েছেন, ‘অবশিষ্ট ১২৭ জন শিক্ষার্থী এবং ১২ জন শিক্ষক-শিক্ষিকার অবস্থান সম্পর্কে আমরা এখনও কিছু জানি না। সরকারের পক্ষ থেকেও কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা প্রার্থনা করছি তারা যেন সুস্থ থাকে এবং দ্রুত মুক্তি পায়।’
নাইজেরিয়ায় বর্তমানে সন্ত্রাসী কার্যক্রম এবং সহিংসতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দেশের বিভিন্ন প্রদেশে অস্ত্রধারী সন্ত্রাসী গোষ্ঠীগুলো নিয়মিতভাবে হামলা চালাচ্ছে, যাদের মধ্যে অনেকেই আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আল-কায়দা এবং ইসলামিক স্টেট দ্বারা প্রভাবিত। এসব গোষ্ঠী খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে।
এর আগে ২০২৪ সালের মার্চ মাসে নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা প্রদেশে এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুই শতাধিক শিক্ষার্থী অপহৃত হয়েছিল।

