Logo
Logo
×

আন্তর্জাতিক

জাপানে ভয়াবহ ভূমিকম্প, সুনামির সতর্কতা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ পিএম

জাপানে ভয়াবহ ভূমিকম্প, সুনামির সতর্কতা

জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সংগৃহীত ছবি

জাপানে ৭.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) বরাতে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সোমবার (৮ ডিসেম্বর) সমুদ্র উপকূলে এই ভূমিকম্প আঘাত হানে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, সোমবারের ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.২। সংস্থাটি জানায়, ভূমিকম্পটি আওমোরি ও হোক্কাইডোর উপকূলের কাছে সংঘটিত হয়েছে।

এর ফলে জাপানের উত্তর-পূর্ব উপকূলে তিন মিটার (১০ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। ওই অঞ্চলের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো নিরাপত্তা পরীক্ষা চালাচ্ছে বলে জানিয়েছে জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে।

ভূমিকম্পের তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম