Logo
Logo
×

আন্তর্জাতিক

যে কারণে পুরস্কার নিতে যাচ্ছেন না শান্তিতে নোবেলজয়ী মাচাদো

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ পিএম

যে কারণে পুরস্কার নিতে যাচ্ছেন না শান্তিতে নোবেলজয়ী মাচাদো

শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো। ফাইল ছবি: এএফপি

বেশ কিছুদিন ধরেই এ বছরের শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধী দলের নেতা মারিয়া কোরিনা মাচাদো স্বেচ্ছা নির্বাসনে আছেন। তিনি অসলো এসে সশরীরে নোবেল গ্রহণ করবেন- এমন গুজব শোনা গেলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না।

আয়োজকরা জানিয়েছেন, আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যেতে পারছেন না মাচাদো। মাচাদোর পক্ষে পুরষ্কার গ্রহণ করবেন তার মেয়ে আনা কোরিনা। আজ বুধবার এ তথ্য জানিয়েছে এএফপি।

গত বছরের আগস্টে স্বেচ্ছা নির্বাসনে যাওয়ার পর মাচাদোকে একবারই জনসম্মুখে দেখা গেছে। ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে বিবাদে জড়ানোর পর তাকে নির্বাসনে যেতে হয়। ইতোমধ্যে দেশটির অ্যাটর্নি জেনারেল জানান, ৫৮ বছর বয়সী মাচাদো দেশ ছেড়ে নোবেল পুরস্কার গ্রহণ করতে গেলে তাকে 'পলাতক' আসামি হিসেবে বিবেচনা করা হবে। সেক্ষেত্রে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হতে পারে, এমন আশঙ্কা আছে।

আজ স্থানীয় সময় দুপুর ১টায় এ অনুষ্ঠান শুরুর কথা রয়েছে। মাচাদো আদৌ অনুষ্ঠানে যোগ দেবেন কিনা, সেই বিষয়টি নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত ধোঁয়াশা ছিল। অবশেষে নোবেল ইনস্টিটিউটের মুখপাত্র এরিক আশহেইম এএফপিকে নিশ্চিত করেন- আসছেন না মাচাদো।

নোবেল ইনস্টিটিউটের পরিচালক ক্রিস্টিয়ান বার্গ হার্পভাইকেন নরওয়ের এনআরকে রেডিওকে বলেন, 'মায়ের প্রতিনিধি হিসেবে মেয়ে আনা কোরিনা মাচাদো পুরস্কার গ্রহণ করবেন। তবে তিনি মারিয়া কোরিনার লেখা বক্তব্য পড়ে শোনাবেন।'

হার্পভাইকেন জানান, মাচাদো কোথায় আছেন সে বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। সিটি হলে অনুষ্ঠিতব্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ও লাতিন আমেরিকার আরও কয়েকটি দেশের নেতারা অসলো এসেছেন। মাচাদোর মা ও তিন সন্তানও সেখানে থাকছেন।

পলাতক মাচাদো

আয়োজকরা এর আগে আভাস দিয়েছিলেন, পুরস্কার নিতে সশরীরে হাজির হবেন মাচাদো। তবে প্রথাগতভাবে নোবেলজয়ীদের সঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলন শুরুতে বিলম্বিত ও পরে বাতিল হয়। যার ফলে মাচাদোর না আসার বিষয়টি মোটামুটি নিশ্চিত হয়ে যায়।

মাদুরোর বিরুদ্ধে কারচুপি করে ২০২৪ সালের নির্বাচন জেতার অভিযোগ এনেছেন বিরোধী দলের নেতা মাচাদো। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের অনেক দেশও ওই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে মাচাদোর পাশে দাঁড়িয়েছে।

হার্পভাইকেন গত সপ্তাহে বলেন, 'শান্তি পুরস্কারের ইতিহাসে এরকম ঘটনা অনেকবারই ঘটেছে, যখন পুরস্কার বিজেতাকে অনুষ্ঠানে যোগ দিতে দেওয়া হয়নি। সেসব ক্ষেত্রে পুরস্কারজয়ীর পরিবারের সদস্যরা তার প্রতিনিধি হিসবে তা গ্রহণ করেন ও বক্তব্য দেন।'

উল্লেখ্য, নিজের নোবেল পুরস্কারটি ট্রাম্পকে উৎসর্গ করেন মাচাদো।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম