সেলফি তুলতে গিয়ে ১৩০ ফুট খাদে পর্যটক, অতঃপর...
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চীনে একটি পাহাড়ি পথে সেলফি তুলতে গিয়ে ১৩০ ফুট নিচে খাদে পড়ে যান এক পযর্টক। তবে তিনি অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। ঘটনাটি হুয়াইং পর্বতমালার কাছে ঘটে।
জানা গেছে, সেলফি তোলার জন্য সামনে ঝুঁকে দাঁড়াতেই তার পায়ের নিচের একটি অংশ ভেঙে যায় এবং তিনি গভীর খাদে পড়ে যান।
খবরে বলা হয়েছে, আশপাশে থাকা ট্র্যাকাররাদ্রুত খাদের কিনারায় ছুটে যান পরিস্থিতি বোঝার জন্য। সৌভাগ্যক্রমে ঘন গাছপালার ওপর পড়ায় ওই পর্যটকের গুরুতর কোনো আঘাত লাগেনি।
পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম জানান, তিনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করেন এবং বিশ্বাস করেন ‘পাহাড়ের দেবতারা’ তাকে রক্ষা করেছেন।
তার ভাষ্য অনুযায়ী, তিনি প্রথমে প্রায় ৪০ মিটার নিচে পড়ে যান, এরপর আরও প্রায় ১৫ মিটার গড়িয়ে নিচে নেমে যান।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিপজ্জনক সেলফি তোলার প্রবণতা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। অতীত ঘটনাগুলোতেও দেখা গেছে, সেলফি সংশ্লিষ্ট বেশিরভাগ দুর্ঘটনা উচ্চতা থেকে পড়ে যাওয়া বা পানিতে ডুবে মৃত্যুর সঙ্গে সম্পর্কিত।
এর আগে ২০১৯ সালে ভারতের এক নারী পাহাড়ি পর্যটনকেন্দ্রে সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়ে গেলেও ঝোপঝাড়ে আটকে প্রাণে বাঁচেন। তার আগে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ইয়োসেমিটি ন্যাশনাল পার্কে একটি দম্পতি সেলফি তুলতে গিয়ে প্রায় ৮০০ ফুট নিচে পড়ে মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র: সামা টিভি

