Logo
Logo
×

আন্তর্জাতিক

অন্ধ্রপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৯

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ এএম

অন্ধ্রপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৯

পাহাড়ি অরণ্যঘেরা গিরিপথে একটি তীক্ষ্ণ বাঁক নিতে গিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে খাড়া ঢাল বেয়ে নিচে গড়িয়ে যায়। ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশের অলুরি জেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। 

শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে তুলাসিপাকালু গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির। 

জেলা কালেক্টর জানান, বাসটিতে মোট ৩৫ জন যাত্রী, দুজন চালক এবং একজন সহকারী ছিলেন।

তিনি বলেন, ‘নয়জন মারা গেছেন। সাতজনকে ঘটনাস্থল থেকে ১৫ কিলোমিটার দূরে সিএইচসি চিন্তুরে নেওয়া হয়েছে। উদ্ধার অভিযান চলছে। আহতদের অবস্থা স্থিতিশীল হলে ভদ্রাচলমে স্থানান্তর করা হবে।’

জানা গেছে, পাহাড়ি অরণ্যঘেরা গিরিপথে একটি তীক্ষ্ণ বাঁক নিতে গিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে খাড়া ঢাল বেয়ে নিচে গড়িয়ে যায়। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার কাজে সহায়তা শুরু করে।


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সেইসঙ্গে তিনি নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এ দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে আহতদের চিকিৎসা–সুবিধা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

তিনি জ্যেষ্ঠ কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ তদারকির নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট সব বিভাগকে সমন্বয়ের মাধ্যমে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে বলেছেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম