পাকিস্তানের সেনাপ্রধানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দিল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ পিএম
‘কিং আবদুলআজিজ মেডেল অব এক্সিলেন্স’ পেয়েছেন আসিম মুনির। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের চিফ অব ডিফেন্স স্টাফ ও সেনাপ্রধান আসিম মুনিরকে সর্বোচ্চ জাতীয় সম্মাননা ‘কিং আবদুলআজিজ মেডেল অব এক্সিলেন্স’ প্রদান করেছে সৌদি আরব। খবর এক্সপ্রেস ট্রিবিউন’র
দেশটির আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, ফিল্ড মার্শাল আসিম মুনির সোমবার (২২ ডিসেম্বর) সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আবদুলআজিজ আল সৌদ-এর সঙ্গে সৌদি আরবের একটি সরকারি সফরে সাক্ষাৎ করেন। এসময় এই সম্মাননা গ্রহণ করেন।
এসময় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা, কৌশলগত সমন্বয় এবং পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে দুদেশের নেতার মাঝে আলোচনা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ‘এই সংলাপ পাকিস্তান ও সৌদি আরবের মধ্যকার গভীর, ঐতিহাসিক এবং ভ্রাতৃসুলভ সম্পর্ককে পুনর্ব্যক্ত করেছে।’
ফিল্ড মার্শাল মুনিরের পেশাদার দক্ষতা ও কৌশলগত দৃষ্টিভঙ্গিকে প্রশংসা করেছে সৌদি আরব। একই সঙ্গে পাকিস্তান ও সৌদি আরবের দীর্ঘকালীন ভ্রাতৃসুলভ সম্পর্ক বজায় রাখতে তার প্রতিশ্রুতি স্বীকৃতি দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘কিং আবদুলআজিজ মেডেল অব এক্সিলেন্স’ প্রদান পাকিস্তান–সৌদি আরব সম্পর্কের গভীরতা ও উভয় দেশের আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি অর্জনে কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি নির্দেশ করে।’
পাকিস্তান ও সৌদি আরব দীর্ঘদিন ধরে কৌশলগত ও প্রতিরক্ষা সহযোগিতায় যুক্ত রয়েছে। গত ১৮ সেপ্টেম্বর দুই দেশ একটি গুরুত্বপূর্ণ ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’। ওই চুক্তিতে বলা হয়, ‘উভয় দেশের প্রতি যে কোনো আগ্রাসন উভয়ের প্রতি আগ্রাসন হিসেবে বিবেচিত হবে।’
