Logo
Logo
×

আন্তর্জাতিক

লেবাননে শীর্ষ ইরানি কর্মকর্তাকে হত্যার দাবি ইসরাইলের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ এএম

লেবাননে শীর্ষ  ইরানি কর্মকর্তাকে হত্যার দাবি ইসরাইলের

ফাইল ছবি

লেবাননে ইরানের কুদস ফোর্সের একজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের। 

ইসরাইলি সেনাবাহিনীর ভাষ্যমতে, নাতসেরিয়া এলাকায় পরিচালিত ওই অভিযানে কুদস ফোর্সের বহিঃঅপারেশন শাখার সদস্য হাসান মাহমুদ মোরশেদ আল-জৌহরিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।


তাদের দাবি, আল-জৌহরি ইসরাইলের বিরুদ্ধে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন এবং সে কারণেই তাকে নির্ভুল (প্রিসিশন) অভিযানে টার্গেট করা হয়।

এ বিষয়ে এখন পর্যন্ত ইরান বা লেবাননের কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

তথ্যসূত্র: সামা টিভি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম