ইউক্রেনের পক্ষে সেনাবাহিনী টিকিয়ে রাখা সম্ভভ নয়: রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কিয়েভ রেজিম ক্রাইম’-বিষয়ক দূত রোদিওন মিরোশনিক। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কিয়েভ রেজিম ক্রাইম’-বিষয়ক দূত রোদিওন মিরোশনিক বলেছেন, ইউক্রেনের পক্ষে আট লাখ সদস্যের একটি সেনাবাহিনী টিকিয়ে রাখা সম্ভব হবে না।
রাশিয়া-১ টেলিভিশন চ্যানেলে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘যদি সার্বভৌমত্ব এতটাই গুরুত্বপূর্ণ হয়, যেমনটি জেলেনস্কি দাবি করছেন, এবং সেই সার্বভৌমত্বের অংশ হিসেবে সেনাবাহিনীর সদস্যসংখ্যা যদি আট লাখ হতে হয়, তাহলে ইউক্রেন এমন বাহিনী দিয়ে কী করবে? এটা এমন এক সেনাবাহিনী, যাকে ইউক্রেন নিজেরাই খাওয়াতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘এটা এমন এক বাহিনী, যাকে অন্য কেউ খাওয়াবে। এটা এমন এক দেশ, যাকে অন্য কেউ চালাবে। কেউ এর খরচ বহন করবে, আর কেউ একে ব্যবহার করবে রাশিয়ার বিরুদ্ধে আঘাত হানতে।’
মিরোশনিক বলেন, ‘জেলেনস্কির পরিকল্পনার প্রথম দফা, যেটি ইউক্রেনের সার্বভৌমত্ব নিশ্চিত করার কথা বলে আসলে কী বোঝাতে চায়, তা এখনো স্পষ্ট নয়।’
তিনি বলেন, ‘এই মুহূর্তে ও বর্তমান চিন্তাধারার আলোকে সার্বভৌমত্ব বলতে আসলে কী বোঝায়, সেটিও পরিষ্কার নয়।’
এর আগে, ২৪ ডিসেম্বর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রে আলোচনার সময় ইউক্রেন একটি ২০ দফার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে।
তার ভাষ্যমতে, ওই পরিকল্পনায় ইউক্রেনের সার্বভৌমত্বের স্বীকৃতি, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অনাক্রমণ চুক্তি—যার আওতায় সংঘর্ষরেখা মেনে চলার কথা বলা হয়েছে এবং নিরাপত্তা নিশ্চয়তার বিষয় রয়েছে।
এ ছাড়া পরিকল্পনায় ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্যসংখ্যা সর্বোচ্চ আট লাখে সীমিত রাখার কথাও উল্লেখ রয়েছে।
তথ্যসূত্র: তাস

