সিরিয়ায় মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পিএম
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সিরিয়ার হোমস প্রদেশের ইমাম আলী মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান।
এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই হোমস প্রদেশের ইমাম আলী বিন আবি তালিব মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর চালানো হামলাকে বেসামরিক নাগরিক ও উপাসনালয়ের বিরুদ্ধে স্পষ্ট সন্ত্রাসী সহিংসতা বলে উল্লেখ করেন। তিনি হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে ইরানের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বাঘাই বলেন, সিরিয়ায় চলমান নিরাপত্তাহীনতার মূল কারণ হলো অবৈধ বিদেশি হস্তক্ষেপ, দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন এবং সিরিয়ার কিছু অংশ দখল করে রাখা।
তার মতে, এসব কারণই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর টিকে থাকা, বিস্তার এবং কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিবেশ তৈরি করেছে।
মুখপাত্র হামলার সঙ্গে জড়িত সরাসরি অপরাধীসহ পরিকল্পনাকারী ও মদদদাতাদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সিরিয়ার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের প্রতি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন।

