Logo
Logo
×

আন্তর্জাতিক

গুয়াতেমালায় ঘন কুয়াশায় পাহাড়ি খাদে বাস পড়ে নিহত ১৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ এএম

গুয়াতেমালায় ঘন কুয়াশায় পাহাড়ি খাদে বাস পড়ে নিহত ১৫

গুয়াতেমালার ইন্টার-আমেরিকান মহাসড়কে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৫ জন মারা গেছে এবং ১৯ জন আহত হয়েছে। স্থানীয় দমকল বাহিনীর মুখপাত্র লিয়ান্দ্রো আমাদো জানিয়েছেন, নিহতদের মধ্যে ১১ পুরুষ, ৩ নারী এবং একজন শিশু রয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুর্গম এলাকা ‘আলাস্কা পিক’-এ এই দুর্ঘটনাটি ঘটে। পশ্চিম গুয়াতেমালার তোতোনিকাপান বিভাগে অবস্থিত এই এলাকা ঘন কুয়াশায় ভরা, ফলে প্রায়ই যানবাহন চালকদের দৃষ্টিশক্তি কমে যায়।

আমাদো আরও জানান, গুয়াতেমালা সিটি থেকে মেক্সিকো সীমান্তের সান মার্কোস বিভাগের দিকে চলন্ত বাসটি প্রায় ৭৫ মিটার গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে দমকল বাহিনী দুর্ঘটনাস্থল ও উদ্ধারকাজের ছবি শেয়ার করেছে। ছবিতে দেখা যাচ্ছে, উদ্ধারকর্মীরা বিধ্বস্ত বাসের চারপাশে হতাহতদের উদ্ধার করছে। স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে যাত্রীদের আত্মীয়রা ঘটনাস্থল ও আশপাশের হাসপাতালে তাদের প্রিয়জনদের খোঁজ নিতে চলে আসে।

এ বছরও গুয়াতেমালায় একই ধরনের এক বাস দুর্ঘটনায় ৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।

ইন্টার-আমেরিকান মহাসড়ক প্যান-আমেরিকান হাইওয়ে সিস্টেমের একটি অংশ, যা মেক্সিকো থেকে পানামা সিটি পর্যন্ত বিস্তৃত। প্যান-আমেরিকান হাইওয়ে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম চলাচলযোগ্য রাস্তা, যা প্রায় ৩০,০০০ কিলোমিটার দীর্ঘ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম