Logo
Logo
×

আন্তর্জাতিক

সিরিয়ার বিক্ষোভে নিহত ৩

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ এএম

সিরিয়ার বিক্ষোভে নিহত ৩

হোমস প্রদেশে আলাউইত জনগোষ্ঠীর একটি মসজিদে বোমা হামলার প্রতিবাদে এ বিক্ষোভ হয়। ছবি: সংগৃহীত

সিরিয়ার পশ্চিমাঞ্চলে আলাউইত জনগোষ্ঠীর বিক্ষোভ চলাকালে অন্তত তিনজন নিহত হয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 

গত শুক্রবার হোমস প্রদেশে আলাউইত জনগোষ্ঠীর একটি মসজিদে বোমা হামলার প্রতিবাদে এ বিক্ষোভ হয়। ওই বোমা হামলায় আটজন নিহত হয়েছিলেন।

বিক্ষোভে অংশ নিতে রোববার সিরিয়ার পশ্চিম উপকূল ও মধ্য সিরিয়ার কয়েকটি প্রদেশে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। মসজিদে বোমা হামলার প্রতিবাদে শনিবার আলাউইতদের আধ্যাত্মিক নেতা গাজাল গাজাল এ বিক্ষোভের ডান দেন। গত বছরের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ এই জনগোষ্ঠীর সদস্য ছিলেন।

যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বিক্ষোভ ছত্রভঙ্গ করতে আলাউইত–অধ্যুষিত লাতাকিয়া প্রদেশে দেশটির নিরাপত্তা বাহিনী গুলি চালায়। এতে দুজন নিহত হন।

পরে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা লাতাকিয়ার স্বাস্থ্য অধিদপ্তরের বরাতে জানায়, শহরে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক মানুষের ওপর ‘সাবেক সরকারের অবশিষ্ট অংশের হামলায়’ ৩ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন।

লাতাকিয়া ও উপকূলীয় শহর জাবলেহ থেকে এএফপির সংবাদদাতারা জানান, বিক্ষোভকারী ও সিরিয়ার নতুন ইসলামপন্থী সরকারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করেন এবং আকাশে ফাঁকা গুলি ছোড়েন।


সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে লাতাকিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবদুল আজিজ আল-আহমাদ বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের ওপর অজ্ঞাতনামা স্থান থেকে সরাসরি গুলি করা হয়েছে।’ এতে বেসামরিক মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা আহত হয়েছেন।

এএফপির এক সংবাদদাতা জানান, পরে সরকারপন্থী সমর্থকদের ছত্রভঙ্গ করতেও সরকারি বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

সিরিয়ান অবজারভেটরির তথ্যমতে, লাতাকিয়ার পাশাপাশি হোমস প্রদেশেও সহিংসতার ঘটনা ঘটেছে। সেখানে বেশ কয়েকজন আহত হয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম