Logo
Logo
×

আন্তর্জাতিক

কিমের তদারকিতে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ. কোরিয়ার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ পিএম

কিমের তদারকিতে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ. কোরিয়ার

ক্ষেপণাস্ত্রগুলো পিয়ংইয়ংয়ের পশ্চিমে সমুদ্রের ওপর নির্ধারিত কক্ষপথ দিয়ে উড়ে গিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়া সমুদ্রে দুটি কৌশলগত দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। রোববার (২৮ ডিসেম্বর) পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রগুলো পিয়ংইয়ংয়ের পশ্চিমে সমুদ্রের ওপর নির্ধারিত কক্ষপথ দিয়ে উড়ে গিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

স্থানীয় সময় সোমবার (২৯ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

এ ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা নেতা কিম জং উন। তিনি সেখানে সশরীর উপস্থিত থেকে এই পরীক্ষা তদারক করেছেন। কিম দেশের পারমাণবিক যুদ্ধ সক্ষমতার ‘সীমাহীন ও নিরবচ্ছিন্ন’ উন্নয়নের ঘোষণাও দিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা পিয়ংইয়ংয়ের কাছে সুনান এলাকা থেকে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে।

কেসিএনএ জানিয়েছে, মহড়ার লক্ষ্য ছিল ‘দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উপইউনিটগুলোর পাল্টা আক্রমণাত্মক প্রতিক্রিয়া এবং যুদ্ধ ক্ষমতা পর্যালোচনা করা।

বিশ্লেষকরা বলছেন, এই অভিযানের লক্ষ্য হল নির্ভুল আঘাতের ক্ষমতা উন্নত করা, মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি দক্ষিণ কোরিয়াকে চ্যালেঞ্জ জানানো এবং রাশিয়ায় সম্ভাব্যভাবে অস্ত্র রপ্তানি করার আগে পরীক্ষা করা।


কিম বলেছেন, উত্তর কোরিয়ার সরকার এবং ক্ষমতাসীন দল সর্বদা রাষ্ট্রীয় পারমাণবিক যুদ্ধ বাহিনীর সীমাহীন ও টেকসই উন্নয়নের জন্য তাদের সমস্ত প্রচেষ্টা নিবেদিত করবে। গত ৬ নভেম্বর উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়।

এর ঠিক এক সপ্তাহ পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অঞ্চল সফরের সময় কিমের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে পিয়ংইয়ং প্রস্তাবে সাড়া দেয়নি। সেই সময় ট্রাম্প দক্ষিণ কোরিয়ার একটি পারমাণবিক চালিত সাবমেরিন তৈরির পরিকল্পনা অনুমোদন করেছিলেন। 

বিশ্লেষকরা বলেছেন, সিউলের এই পারমাণবিক চালিত জাহাজগুলোর মধ্যে একটি নির্মাণের পরিকল্পনা সম্ভবত পিয়ংইয়ং থেকে আক্রমণাত্মক প্রতিক্রিয়ার সম্মুখীন হবে। সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।

ট্রাম্পের সঙ্গে কিমের ২০১৯ সালের শীর্ষ সম্মেলন পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং নিষেধাজ্ঞা শিথিলের সুযোগ নিয়ে ব্যর্থ হওয়ার পর থেকে পিয়ংইয়ং বারবার নিজেকে অপরিবর্তনীয় পারমাণবিক রাষ্ট্র ঘোষণা করেছে।

তথ্যসূত্র: আল জাজিরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম