Logo
Logo
×

আন্তর্জাতিক

নির্বাচনে ছেলেকে সমর্থন করবেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম

নির্বাচনে ছেলেকে সমর্থন করবেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট

জাইর বলসোনারো। ছবি: সংগৃহীত

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের বড় ছেলে ফ্লাভিও বলসোনারোকে সমর্থন করার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) একটি হাতে লেখা চিঠির মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

বর্তমানে কারাগারে রয়েছেন বলসোনারো। ২০২২ সালের নির্বাচনে হারের পর অভ্যুত্থানচেষ্টার দায়ে দেশটির সুপ্রিম কোর্ট তাকে দোষী প্রমাণিত করেন। ঠিক ওই কারণে তিনি নির্বাচনে অংশও নিতে পারবেন না।

যে কারণে ব্রাজিলের বামপন্থী (বর্তমান) প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার বিপক্ষে লড়াইয়ের দায়িত্ব তিনি তুলে দিয়েছেন তার ছেলে ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর হাতে।

হাতে লেখা ওই চিঠিতে বলসোনারো লেখেন, এই অবিচারের পরিস্থিতিতে এবং জনগণের ইচ্ছাকে নীরব হতে না দেওয়ার অঙ্গীকার থেকে আমি ২০২৬ সালে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পদে ফ্লাভিও বলসোনারোকে প্রাক-প্রার্থী হিসেবে মনোনীত করছি। একজন বাবার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস—নিজের সন্তানকে—আমি ব্রাজিলকে উদ্ধার করার মিশনের জন্য তুলে দিচ্ছি।

এর আগে চলতি মাসের শুরুতেই বলসোনারো পরিবারভিত্তিক নেতৃত্ব বজায় রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। তবে মধ্যপন্থী রাজনৈতিক দল ও বিনিয়োগকারীরা আশা করছিলেন, তিনি হয়ত সিদ্ধান্ত বদলে সাও পাওলো অঙ্গরাজ্যের গভর্নর তারসিসিও দে ফ্রেইতাসকে সমর্থন দেবেন।

চিঠিতে বলসোনারো আরও বলেন, এই সিদ্ধান্তটি সচেতন, বৈধ এবং তাদের প্রতিনিধিত্ব রক্ষার আকাঙ্ক্ষা থেকে নেওয়া, যারা তার ওপর আস্থা রেখেছিলেন।

গত ডিসেম্বর থেকে ফ্লাভিও বলসোনারো রাজনীতিক ও বিনিয়োগকারীদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছেন। চিঠি প্রকাশের পর তিনি বলেন, এতে তার পরিকল্পনায় কোনো পরিবর্তন আসেনি, তবে যারা এখনও সন্দেহে ছিলেন, তাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে।

গত বৃহস্পতিবার ব্রাজিলের একটি হাসপাতালে বলসোনারোর অস্ত্রোপচারের সময় চিঠিটি সাংবাদিকদের সামনে পড়ে শোনান ফ্লাভিও বলসোনারো। ২০১৮ সালের নির্বাচনি প্রচারণার সময় পেটে ছুরিকাঘাতের জেরে সৃষ্ট হার্নিয়া সারাতে ওই অস্ত্রোপচার করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম