Logo
Logo
×

আন্তর্জাতিক

সিরিয়ায় ফের দূতাবাস খুলতে যাচ্ছে বাহরাইন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৭:৪৬ এএম

সিরিয়ায় ফের দূতাবাস খুলতে যাচ্ছে বাহরাইন

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কে দূতাবাস খুলতে যাচ্ছে বাহরাইন। শুক্রবার এ দূতাবাস খোলার কথা জানিয়েছে দেশটি।

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছে, সাত বছরের বিরতির পর দামেস্কে নতুন করে দূতাবাস খুলতে যাচ্ছে তার দেশ।

এতে বলা হয়, রাজধানী মানামায় সিরীয় দূতাবাসের কার্যক্রম চলছে। দুই দেশের মধ্যে বিমান চলাচলও শুরু হতে যাচ্ছে।

২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সিরিয়ায় বাহরাইনে দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়। এর আগে আরব আমিরাতও সিরিয়ায় দূতাবাস খোলার কথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্র মিত্র আরব আমিরাত একসময় আসাদ বিরোধীদের সমর্থন জানিয়েছিল।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিরিয়ায় মানামার দূতাবাসের মেরামতকাজ শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম