কারাডার অভিবাসনবিষয়ক মন্ত্রী আহমেদ হোসেন। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কানাডা সরকার ১০ লাখ অভিবাসী নিচ্ছে। তাদের স্থায়ীভাবে বসবাসেরও অনুমতি দেবে দেশটির সরকার। দেশটির জনসংখ্যা বৃদ্ধির জন্যই এ ধরনের পদক্ষেপ নিয়েছে দেশটি।
সিএনএনের এক প্রতিবেদনে জানা গেছে, আগামী তিন বছরে কানাডায় ১০ লাখ অভিবাসী নেয়া হবে। এটি প্রতিবছর দেশের মোট জনসংখ্যার প্রায় ১ শতাংশ।
এ প্রকল্পের আওতায় এ বছর তিন লাখ ৫০ হাজার লোক নেয়া হবে। এ ছাড়া ২০২০ সালে তিন লাখ ৬০ হাজার ও ২০২১ সালে তিন লাখ ৭০ হাজার লোক নেবে কানাডা সরকার।
কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক (আইআরসিসি) মন্ত্রী আহমেদ হোসেন নতুন অভিবাসীদের আগাম স্বাগত জানিয়েছেন।
কিন্তু যখন বিশ্বের অন্যান্য দেশ অভিবাসীনীতিতে কঠোর হতে শুরু করেছে, এ সময় কানাডার এমন উদারতার কারণ কী?
এ বিষয়ে অভিবাসনবিষয়ক মন্ত্রী আহমেদ হোসেন বলেন, নতুন অভিবাসীদের কারণে কানাডার বয়স্ক জনগোষ্ঠী ও শিশু জন্মের পতনশীল হারের সঙ্গে একটি ভারসাম্য তৈরি হবে। এর সঙ্গে নতুন শ্রমিক পাওয়া যাবে।
এ ছাড়া আমি নিজেও সোমালিয়া থেকে আসা একজন অভিবাসী, বলেন মন্ত্রী।
এর আগে ২০১৭ সালে দুই লাখ ৮৬ হাজারের বেশি লোককে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিয়েছে কানাডা সরকার।
