Logo
Logo
×

আন্তর্জাতিক

তুরস্ক নিয়ে মন্তব্য করায় ট্রাম্পকে এরদোগানের ফোন

Icon

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৯, ১১:৪৪ এএম

তুরস্ক নিয়ে মন্তব্য করায় ট্রাম্পকে এরদোগানের ফোন

এরদোগোন ও ট্রাম্প। ছবি: সংগৃহীত

কুর্দিদের পক্ষ নিয়ে তুরস্কের অর্থনীতি ধ্বংস করা হবে এমন মন্তব্যের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

মঙ্গলবার তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ইয়েনি সাফাক জানায়, সিরিয়ার ২০ মাইল নিরাপত্তা অঞ্চল নিয়ে  ট্রাম্পের সঙ্গে কথা হয় এরদোগানের। এ সময় এরদোগান ওই নিরাপত্তা অঞ্চল গঠনের বিষয়ে আশ্বস্ত করেন।

এরদোগান রাজধানী আঙ্কারায় সংসদ ভবনে আইনপ্রণেতা ও বিচারক এবং নিজ দলের (একে) পার্টির উদ্দেশে এক ভাষণে এ কথা জানান।

কুর্দি সন্ত্রাসী সংগঠনের (পিকেকে/ওয়াইপিজি) ওপর কোনো আক্রমণ করা হলে তুরস্কের অর্থনীতি ধ্বংস করে দেয়া হবে ট্রাম্পের এমন বক্তব্যের জেরে তুরস্ক মার্কিন প্রেসিডেন্টকে ফোন করেন।

সোমবার ফোন কলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর সিরিয়ায় সন্ত্রাসীমুক্ত নিরাপদ অঞ্চল গঠন নিয়ে আলোচনা করা হয়। 

এরদোগান বলেন, আফ্রিন ও সিরিয়াতে সন্ত্রাসী সংগঠন পিকেকে/ওয়াইপিজিকে কঠিনভাবে প্রতিরোধ করা হয়েছে। সন্ত্রাসীদের উৎখাতে খুব দ্রুত পশ্চিম ফোরাত নদীর দিকে অগ্রসর হব। 

এরদোগান কুর্দিদেরকে সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা প্রতারণা না করার আহ্বান জানিয়ে বলেন, তুরস্কও একটি কুর্দি রাষ্ট্র।

ট্রাম্পের সঙ্গে ফোনে কথোপকথনের কথা উল্লেখ করে এরদোগান বলেন, উত্তর সিরিয়ার নিরাপত্তা অঞ্চল নিয়ে ট্রাম্পের সঙ্গে সহমত হওয়া গেছে। এ সময় সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের কথাও পুনর্ব্যক্ত করেন।

এরদোগান তুরস্ক কুর্দি ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম